এক্সপ্লোর
Advertisement
হুমকি ফোন! ‘ওয়াই’ ক্যাটাগরির নিরাপত্তা চাইলেন অনুরাগের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগকারী পায়েল
ম্প্রতি পায়েল বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ দায়ের করে সংবাদের শিরোনাম এসেছেন। পায়েলের দাবি, সেই অভিযোগ দায়ের করার পর থেকেই আতঙ্কে রয়েছেন তিনি।
মুম্বই: তিনি নিয়মিত হুমকি ফোন পাচ্ছেন, হামলার আশঙ্কার ভুগছেন। এই অভিযোগ তুলে কঙ্গনা রানাউতের মতো 'ওয়াই ক্যাটাগরি’র নিরাপত্তার দাবি করলেন মডেল ও অভিনেত্রী পায়েল ঘোষ। সম্প্রতি পায়েল বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ দায়ের করে সংবাদের শিরোনাম এসেছেন। পায়েলের দাবি, সেই অভিযোগ দায়ের করার পর থেকেই আতঙ্কে রয়েছেন তিনি। মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখের কাছে তিনি 'ওয়াই ক্যাটাগরি’র নিরাপত্তা দাবি করেছেন। কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠাওয়াল এবং মহারাষ্ট্রের রাজ্যপাল ভগত সিং কোশিয়ারির সঙ্গে আগেই দেখা করেছেন পায়েল।
পায়েলের আশঙ্কা, অনুরাগের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ দায়েরের পর তাঁকে যদি কখনও মৃত অবস্থায় পাওয়া যায়, তাহলে তাঁকেও হয়ত সুশান্তের মতো অবসাদগ্রস্ত বলে রটিয়ে দেওয়া হবে। মুম্বইয়ের ওশিওয়াড়া থানায় ইতিমধ্যেই পায়েল এফআইআর দায়ের করেছেন। ২২ তারিখ পায়েল মুম্বাইয়ের ভারসোভা থানায় অনুরাগের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেন। ভারতীয় দণ্ডবিধির ৩৭৬, ৩৫৪, ৩৪১ ও ৩৪২ ধারায় অনুরাগের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
অনুরাগকে বয়ান রেকর্ড করার জন্য ডাকাও হয়েছে। অনুরাগ তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। পায়েল বলেছেন, লাই ডিটেক্টর ছাড়া অনুরাগের কথার সত্যতা যাচাইয়ের উপায় নেই।
কিছুদিন আগে এক সাক্ষাৎকারে পায়েল দাবি করেন, ২০১৫-১৬ সালের দিকে নির্মাতা অনুরাগ কাশ্যপের কাছে অডিশনের জন্য তিনি গিয়েছিলেন। ওই সময় পায়েলকে একা ঘরে ডেকে নিয়ে গিয়ে নীল ছবি চালিয়ে যৌন হেনস্থা করেন অনুরাগ। এমনকী, তিনি ডাকলে হুমা কুরেশি, রিচা চাড্ডাদের মতো অভিনেত্রীরাও অনুরাগের কাছে হাজির হয়ে যান বলেও নাকি পায়েলকে জানান চলচ্চিত্র পরিচালক। ওই ঘটনার পর পায়েল কোনওক্রমে সেখান থেকে বেরিয়ে যান। ফের আর কোনওদিন তিনি অনুরাগের মুখোমুখি হননি বলে জানান পায়েল। তবে অনুরাগের পাশে দাঁড়িয়েছেন তাপসী পান্নু, রিচা চাড্ডা, হুমা কুরেশি, রাধিকা আপ্তে সহ বলিউডের বহু তারকা। তাঁরা জানিয়েছেন, মহিলা হিসেবে অনুরাগের সঙ্গে কাজ করতে গিয়ে তাঁরা কোনও দিন নিরাপত্তার অভাব বোধ করেননি। এমনকী অভিনেত্রী কালকি কোয়েচলিন-সহ অনুরাগের প্রাক্তন দুই স্ত্রী জানিয়েছেন অনুরাগ মহিলাদের সম্মান দিয়ে কথা বলে থাকেন বরাবরই। পায়েলের অভিযোগ তাঁরা বিশ্বাস করেন না।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement