(Source: ECI/ABP News/ABP Majha)
Payel De Exclusive: আমি জানতাম কবে আবার কেন্দ্রীয় চরিত্রে ফিরব: পায়েল দে
লীনা গঙ্গোপাধ্যায়ের তত্ত্বাবধানে অর্ক গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা অর্গ্যানিক স্টুডিওর ব্যানারে খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে ধারাবাহিক ‘সোনা রোদের গান’।
কলকাতা: ‘দেশের মাটি’ ধারাবাহিকের রেশ এখনও দর্শক মনে রীতিমতো তরতাজা। এরইমধ্য়ে দর্শকের জন্য় সুখবর নিয়ে এলেন অভিনেত্রী পায়েল দে। বেশ কয়েক বছর পর আবারও তিনি ফিরছেন কেন্দ্রীয় চরিত্রে। ‘সোনা রোদের গান’ধারাবাহিকের হাত ধরে পায়েল ফের একবার স্বমহিমায়। এখানেই শেষ নয়, এই প্রথমবার ঋষি কৌশিকের সঙ্গে জুটি বেঁধে কাজ করছেন পায়েল। সবমিলিয়ে ঠিক কেমন অভিজ্ঞতার মধ্য়ে দিয়ে যাচ্ছেন অভিনেত্রী? শেয়ার করলেন এবিপি লাইভের এক্সক্লুসিভ সাক্ষাতকারে।
দেখুন ভিডিও Payel De Exclusive: মহিলা সহকর্মীরাই আমাকে বারবার বলেছিলেন আমি আর কেন্দ্রীয় চরিত্রে ফিরতে পারব না: পায়েল দে
এই ধারাবাহিকে পায়েলের চরিত্রের নাম আনন্দ্য়ি। যে একেবারেই নিম্ন মধ্য়বিত্ত ঘরের মেয়ে। যার বাবা তার বিয়ে নিয়ে যথেষ্ট চিন্তিত। আনন্দ্য়িকে পেয়ে কতটা আনন্দিত পায়েল? পায়েল জানান, তাঁর কাছে এই পুরো যাত্রাটাই বেশ চ্য়ালেঞ্জিং। কারণ সন্তানের কথা ভেবে নিজের কাজ কিছুটা কমিয়ে দেওয়ার কথাই তাঁর প্রথম মাথায় আসে। তবে সেই সঙ্গে সহ অভিনেতার কাজ সমান তালে চালিয়ে গিয়েছিলেন তিনি। ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে আবিষ্কার করছিলেন অন্য়ভাবে। তবে গলায় একটু ক্ষোভ নিয়েই অভিনেত্রী জানালেন, সন্তান জন্মানোর পর অনেক মহিলা সহকর্মীরাই তাঁকে বারবার বলেছেন যে, তিনি আর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে পারবেন না। এসব শুনেও নিজের সাহস আর আত্মবিশ্বাস হারাননি পায়েল। নিজের অভিজ্ঞতা ও কাজের প্রতি একনিষ্ঠতাকে মূল ধন করে তিনি আবারও ফিরেছেন মূল চরিত্রে।
প্রসঙ্গত এই প্রথমবার ঋষি কৌশিকের কাজ করছেন পায়েল। নিজের অভিজ্ঞতা প্রসঙ্গে পায়েল জানান, ঋষি বেশ শান্ত ও রিসার্ভ স্বভাবেই। কথা কম বললেও কাজের ক্ষেত্রে তিনি বেশ সিরিয়াস।