'Phone Bhoot' Box Office Collection: বক্স অফিসে বিশেষ প্রভাব ফেলতে পারল না ক্যাটরিনার 'ফোন ভূত', দ্বিতীয় দিনের আয় কত?
'Phone Bhoot': মুক্তির প্রথম দিনে প্রেক্ষাগৃহে বিশেষ দর্শক টানতে পারেনি ক্যাটরিনা কাইফের এই ছবি। তবে শনিবারের 'প্রি-বুকিং' আশা জাগিয়েছিল। তাতে ভর করেই দ্বিতীয় দিনে ব্যবসা বেড়েছে ৩৫ শতাংশ পর্যন্ত।
নয়াদিল্লি: বহু প্রতীক্ষার পর অবশেষে গত শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ক্যাটরিনা কাইফ (Katrina Kaif), সিদ্ধান্ত চতুর্বেদী (Siddhant Chaturvedi) ও ইশান খট্টর (Ishaan Khatter) অভিনীত 'ফোন ভূত' (Phone Bhoot)। দর্শক যদিও এই 'কমেডি অফ হরর' (Comedy of Horror) ঘরানার ছবির জন্য বেশ উৎসাহিতই ছিল। তবে বক্স অফিসে (Box Office Collection) তেমন ছাপ ফেলতে পারছে না এই ছবি। দর্শকদের মতে ছবির গল্প তেমন বলিষ্ঠ নয়। তারই প্রভাব পড়ছে ব্যবসাতেও। দ্বিতীয় দিনে কেমন ব্যবসা করল 'ফোন ভূত'?
'ফোন ভূত'-এর বক্স অফিস কালেকশন
মুক্তির প্রথম দিনে প্রেক্ষাগৃহে বিশেষ দর্শক টানতে পারেনি ক্যাটরিনা কাইফের এই ছবি। তবে শনিবারের 'প্রি-বুকিং' আশা জাগিয়েছিল। তাতে ভর করেই দ্বিতীয় দিনে ব্যবসা বেড়েছে ৩৫ শতাংশ পর্যন্ত।
বক্স অফিস কালেকশনে নজর রাখলে দেখা যাচ্ছে, প্রথম দিন অর্থাৎ শুক্রবার, প্রেক্ষাগৃহে এই ছবি দেখতে নেহাতই কম মানুষ গিয়েছিলেন। যার ফলে প্রথম দিন এই ছবি দেশজুড়েল মাত্র ২.০৫ কোটি টাকার ব্যবসা করতে পেরেছে। এরপর দ্বিতীয় দিনে সেই ব্যবসা বেড়েছে ৩৫ শতাংশ। শনিবার ছবির মোট আয় হয়েছে ২.৭৫ কোটি টাকা।
ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ পোস্ট করে লেখেন, 'ফোন ভূত দ্বিতীয় দিনে ৩৪.১৫ শতাংশ বৃদ্ধি দেখল... সপ্তাহান্তে ঠিকঠাক ব্যবসার জন্য তৃতীয় দিনে হালকা জোরে প্রয়োজন... তবে ভারত-জিম্বাবোয়ে ক্রিকেট ম্যাচ সেই ব্যবসায় ভাটা আনতে পারে... শুক্রবার ২.০৫ কোটি, শনিবার ২.৭৫ কোটি, মোট ৪.৮০ কোটি টাকার ব্যবসা।'
View this post on Instagram
অন্যদিকে, বহু দর্শকই এই ছবির বেশ প্রশংসা করেছেন। তাঁদের মতে ক্যাটরিনা কাইফ বোধ হয় পৃথিবীর সবচেয়ে সুন্দরী ভূত। সঙ্গে দুই 'ভূতবাস্টার' সিদ্ধান্ত ও ইশানের কথাও বলছেন সকলে। বিভিন্ন বয়সের মানুষ এই ছবি পছন্দ করেছেন।
আরও পড়ুন: Kangana Ranaut: ট্যুইটার ভেরিফিকেশনের সহজ পদ্ধতি বাতলে দিলেন কঙ্গনা রানাউত
গুরমিত সিংহ পরিচালিত ও রবি শঙ্করণ, জসবিন্দর সিংহ বাথ রচিত 'ফোন ভূত' প্রযোদনা করেছেন রীতেশ সিধওয়ানি ও ফারহান আখতারের এক্সেল এন্টারটেনমেন্ট। ৪ নভেম্বর, ২০২২, ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।