বিগ বস ৮-এ অংশগ্রহণ করার পর প্রচারের আলোয় আসেন সোফিয়া। বলিউডের সিক্স-এক্স সিনেমাতেও তাঁকে দেখা গিয়েছে। গত বছর এই ছবি মুক্তি পেয়েছিল।
2/7
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছবিতে প্রেমিকের প্রতি তাঁর ভালোবাসার কথা জানিয়েছেন সোফিয়া।
3/7
সোফিয়া জানিয়েছেন, তাঁর প্রেমিক রোমানিয়ার বাসিন্দা। তিনি একজন ইন্টেরিওর ডিজাইনার। কাজের জগতে প্রেমিক খুবই কৃতি বলে জানিয়েছেন সোফিয়া।
4/7
এবার প্রেমিকের নামও জানালেন সোফিয়া। তাঁ প্রেমিকের নাম ভ্ল্যাড স্ট্যানেসক্যু।
5/7
কয়েকদিন আগে নিজের বাগদানের কথা জানিয়েছিলেন সোফিয়া। প্রেমিকের সঙ্গে ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেও তাঁর নামধাম কিছু জানাননি সোফিয়া। যে ছবিগুলি তিনি পোস্ট করেছেন সেগুলি খুবই অন্তরঙ্গ।
6/7
আর এটাও বুঝতে বাকি নেই, প্রচার পাওয়ার আকাঙ্খা থেকেই সন্ন্যাস গ্রহণের ঘোষণা করেছিলেন সোফিয়া।
7/7
কিছুদিন আগেই সন্ন্যাস গ্রহণের কথা জানিয়েছিলেন মডেল সোফিয়া হায়াত। তিনি বলেছিলেন, আর কোনওদিনই যৌনসম্পর্ক লিপ্ত হবেন না। কিন্তু সেই প্রতিজ্ঞা ভেঙে যেতে বেশি সময় লাগেনি।