Photoshoot Controversy: ফটোশ্যুট বিতর্কে ফের রণবীরকে তলব মুম্বই পুলিশের
Ranveer Singh Photoshoot Controversy: জুলাই মাসের শেষের দিকে হঠাৎই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হন অভিনেতা রণবীর সিংহ। এক আন্তর্জাতিক ম্যাগাজিনের জন্য তাঁর ন্যুড ফটোশ্যুট ঘিরে তোলপাড় নেট দুনিয়া।
মুম্বই: ফটোশ্যুট বিতর্কে এবার রণবীর সিংহ (Ranveer Singh)-কে হাজিরার জন্য নোটিশ পাঠাল চেম্বার থানা। যদিও এই প্রথম নয়, বিতর্কের জেরে এর আগেও রণবীরকে হাজিরার নোটিশ পাঠানো হয়েছিল। তখন ২ সপ্তাহের জন্য সময় চেয়ে নেন বলি অভিনেতা। এরপর আজ ফের বলিউডের 'বাজিরাও'-কে তলব করে পাঠিয়েছে মুম্বইয়ের থানা।
জুলাই মাসের শেষের দিকে হঠাৎই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (viral) হন অভিনেতা রণবীর সিংহ। এক আন্তর্জাতিক ম্যাগাজিনের জন্য তাঁর ন্যুড ফটোশ্যুট ঘিরে তোলপাড় নেট দুনিয়া। সেই ফটোশ্যুটের প্রেক্ষিতে অভিনেতার বিরুদ্ধে পুলিশে অভিযোগও দায়ের করা হয় এক স্বেচ্ছাসেবী সংস্থার তরফে। অভিনেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। ভারতীয় দণ্ডবিধির ২৯২, ২৯৩, ৫০৯ এবং তথ্য প্রযুক্তি আইনের বিধান অনুযায়ী অভিযোগ দায়ের করা হয়।
Nude photoshoot controversy | Chembur police station had summoned actor Ranveer Singh asking him to appear tomorrow. The actor has sought 2 weeks time to appear, now fresh summons will be sent by Chembur police after fixing a new date: Mumbai Police
— ANI (@ANI) August 21, 2022
(File Pic) pic.twitter.com/FHuPijFDIS
মুম্বইয়ের একটি বেসরকারি সংস্থা (এনজিও) ছাড়াও একজন আইনজীবী দ্বারা একটি আবেদনও দায়ের করা হয়েছিল, মহিলাদের শালীনতাকে ক্ষুণ্ণ করার অভিপ্রায়ের অভিযোগে রণবীরের বিরুদ্ধে মামলা করার দাবিতে। জুলাইয়ে সংবাদ সংস্থা পিটিআইকে পুলিশের তরফে জানানো হয়েছে যে এ বিষয়ে একটি এনজিওর সঙ্গে যুক্ত একজন এবং একজন নারী আইনজীবীর কাছ থেকে আবেদন পেয়েছিলেন তাঁরা।
আরও পড়ুন: Raju Srivastava Health Update: শরীরের অঙ্গপ্রত্যঙ্গ সঠিকভাবে কাজ করছে রাজুর, জানালেন শেখর সুমন
এই ঘটনার পর থেকে চর্চায় রণবীর সিংহের ন্যুড ফটোশ্যুট। নেটদুনিয়ায় প্রবল চর্চিত ও সমালোচিত হলেও 'গালি বয়'-এর পাশে দাঁড়িয়েছেন বলিউডের একাধিক তারকা। আলিয়া ভট্ট (Alia Bhatt), বিদ্যা বালানের (Vidya Balan), জাহ্নবী কপূর (Janhvi Kapoor) পাশে দাঁড়িয়েছেন তাঁর।
View this post on Instagram