ছবি দেখে প্রধানমন্ত্রীকে চিনেছে ছেলে, উল্লসিত মা গুল পনাগের ট্যুইট, রিট্যুইট নরেন্দ্র মোদির
। অভিনেত্রীকে অবাক করে দিয়েই রিট্যুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মুম্বই: ম্যাগাজিনের কভার পেজে নরেন্দ্র মোদির ছবি দেখে তাঁকে চিনতে পেরেছে গুল পনাগের ছেলে নিহাল। আর এতেই উল্লসিত মা গুল পনাগ ছেলের ভিডিও ট্যুইট করে বসেছেন। সেই ভিডিওতে দেখা যাচ্ছে মায়ের কোলে বসেই ম্যাগাজিনের কভার পেজে নরেন্দ্র মোদির ছবি দেখে নিহাল বলছে ‘মোদি’, ‘মোদি’। ছেলে নিহালকে শুধরে দিয়ে গুল পনাগ বলেন মোদি নয়, ‘মোদি জি’। সঙ্গে সঙ্গে ছোট্ট নিহাল বলে ওঠে ‘মোদি জি’। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে গুল পানগ লিখেছেন, “এখন নিহাল ম্যাগাজিন, খবরের কাগজের ছবি দেখেই নরেন্দ্র মোদিকে চিনতে পারছে। উল্লসিতভাবেই ও আমাকে আঙুল দিয়ে দেখিয়েও দিচ্ছে।”
ভিডিও-তে গুল পনাগ ট্যাগ করেছিলেন নরেন্দ্র মোদিকে। অভিনেত্রীকে অবাক করে দিয়েই রিট্যুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে নরেন্দ্র মোদি লেখেন, “অত্যন্ত মজাদার। নিহালকে আমার আশীর্বাদ জানাবেন। ও যা করতে চায়, তাতেই ওকে আগাম শুভেচ্ছা। আমি নিশ্চিত ও আপনার মধ্যে একজন মেন্টর ও পথপ্রদর্শককে পাবে।”
Extremely adorable! Do convey my blessings to young Nihal. Wishing him the very best, in whatever he seeks to do. I am also sure he will find an amazing mentor and guide in you, @GulPanag. https://t.co/CQN5hMPg7Z
— Narendra Modi (@narendramodi) October 17, 2019
প্রসঙ্গত, ২০১৪ সালের লোকসভা নির্বাচনে আম আদমি পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন গুল পনাগ। তবে চণ্ডীগড় আসন থেকে হেরে যান তিনি। বছর চার পর ২০১৮ সালে পুত্র নিহালের জন্ম দেন গুল পনাগ। স্বামী ঋষি আত্তারির সঙ্গে নিহালই তাঁর প্রথম সন্তান।