Poila Baisakh Special: মেক আপ রুমে খাওয়া দাওয়া, বাবা-মায়ের দেওয়া নতুন পোশাকে কাটে 'গৌরী'-র নববর্ষ
Mohona Maity Exclusive: গৌরী বলছেন, 'আমার কাছে ছোটবেলার আর বড়বেলার নববর্ষে তেমন কোনও পার্থক্য নেই। নতুন বছর মানেই সকাল সকাল স্নান করে নিয়ে নতুন জামা, তারপর সবাই একসঙ্গে বসে মায়ের হাতের স্পেশাল মেনু'
কলকাতা: প্রথম ধারাবাহিক, প্রথম উপার্জন.. মা-বাবাকে উপহার দিতে গেলে তাঁরা বলেছিলেন, 'আর একটু বড় হও, তারপরে উপহার দেবে।' ধারাবাহিকের গল্পে অবশ্য তিনি দিব্যি গিন্নি, সংসার থেকে শুরু করে বিভিন্ন বিপদ আপদ, সবই একার হাতে সামলান তিনি। জি বাংলার 'গৌরী এল' ধারাবাহিকের গৌরী ওরফে মোহনা মাইতির (Mohona Maiti) নববর্ষ কেমন করে কাটবে? খোঁজ নিল এবিপি লাইভ (ABP Live)।
ছোটবেলা আর বড় হয়ে ওঠা.. মোহনার নববর্ষে তেমন কোনও পরিবর্তন নেই। গৌরী বলছেন, 'আমার কাছে ছোটবেলার আর বড়বেলার নববর্ষে তেমন কোনও পার্থক্য নেই। নতুন বছর মানেই সকাল সকাল স্নান করে নিয়ে নতুন জামা, তারপর সবাই একসঙ্গে বসে মায়ের হাতের স্পেশাল মেনু। আর তারপর, সন্ধেবেলা দোকানে দোকানে গিয়ে আইসক্রিম, মিষ্টি খাওয়া.. এটাই ছিল প্রত্যেক বছর নববর্ষের রুটিন। তবে শেষ ২ বছর থেকে নববর্ষের সন্ধের হালখাতাটা খুব মিস করছি। তবে সকালে নতুন জামা, খাওয়া দাওয়া, এটা এখনও বদলায়নি। '
নিজে উপার্জন করে মা-বাবাকে নতুন বছরে কী দিলেন গৌরী? অভিনেত্রী হেসে বললেন, 'বাবা-মাকে নতুন পোশাক দিতে চেয়েছিলাম। কিন্তু ওঁরা বললেন, আর একটু বড় হও, তারপর।' পরিবারের সঙ্গেই নববর্ষের দিনটা কাটাতে ভালবাসেন গৌরী। তবে শ্যুটিং থাকলে আবার দিনটা কাটে অন্যভাবে। গৌরী বলছেন, 'আমি, বাবা আর মা খুব বিশেষ সময় কাটাই। তাই শুধু নববর্ষ কেন, যে কোনও বিশেষ দিনই বাবা-মায়ের সঙ্গে, বাড়িতে কাটাতে ভাল লাগে। তবে শ্যুটিং থাকলে আবার রুটিনটা হয় অন্যরকম। আমাদের মেকআপ রুমের আড্ডা, হইচই-টা কিন্তু সারাবছর লেগে থাকে। আর থাকে বিশেষ কিছু খাওয়ার পরিকল্পনা। নববর্ষের দিনটা এই বছরও শ্যুটিং থাকবে। ফলে সন্ধের সেই হালখাতা, মিষ্টি, আইসক্রিম আবার মিস। তবে ইচ্ছা আছে ধারাবাহিকের সবাই মিলে কিছু একটা পরিকল্পনা করার। অন্তত বিশেষ কিছু খাওয়া দাওয়া করার। দেখা যাক।'
আরও পড়ুন: Poila Baisakh Exclusive: নববর্ষেও শ্যুটিং, টিফিনবক্সে করে শ্বেতাকে তাই বাড়ির রান্না পাঠিয়ে দেন মা