Poonam Pandey:মরে গিয়েও 'বেঁচে' উঠলেন পুনম পাণ্ডে!
Entertainment:মরে গিয়েও 'বেঁচে' উঠলেন পুনম পাণ্ডে! গল্পকথা নয়, খাঁটি বাস্তব। আজ, শনিবার, নিজের ইনস্টা অ্যাকাউন্টে এ কথা জানিয়ে পোস্ট দিয়েছেন মডেল-অভিনেত্রী নিজেই।

মুম্বই: মরে গিয়েও 'বেঁচে' উঠলেন পুনম পাণ্ডে (Poonam Pandey Alive)! গল্পকথা নয়, খাঁটি বাস্তব। আজ, শনিবার, নিজের ইনস্টা অ্যাকাউন্টে এ কথা জানিয়ে পোস্ট দিয়েছেন মডেল-অভিনেত্রী নিজেই। বললেন, 'যাঁরা কষ্ট পেয়েছিলেন, তাঁদের জন্য দুঃখিত। তবে আমার উদ্দেশ্য় একটাই ছিল--মানুষ যেন একটা ধাক্কা খেয়ে সার্ভাইকাল ক্যানসারের মতো বিষয় নিয়ে আলোচনা শুরু করেন।'
বিশদ...
গত কাল, অর্থাৎ শুক্রবার ৩২ বছরের মডেল-অভিনেত্রীর 'মৃত্যুসংবাদে' চমকে উঠেছিল ইন্ডাস্ট্রি। অনেকে যেমন শোকপ্রকাশ করেন, তেমনই অনেকে আবার সন্দেহও জানিয়েছিলেন। এই অংশের বক্তব্য ছিল, দিনতিনেক আগে গোয়ায় একটি অনুষ্ঠানে দেখা যায় পুনমকে। তার পর মৃত্যু? তাও আবার সার্ভাইক্যাল ক্যানসারের মতো রোগে? এদিন ইনস্টাগ্রাম পোস্টে মডেল জানান, তিনি জীবিত রয়েছেন। তা হলে কেন হঠাৎ নিজের মৃত্যুর খবর ছড়ালেন ? পুনমের ব্যাখ্যা, সার্ভাইক্যাল ক্যানসারের মতো এত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে সাধারণ মানুষের মধ্য়ে আরও বেশি করে আলোচনা হোক, চেয়েছিলেন তিনি। সেই জন্য এই ধাক্কা। পোস্টে লেখেন, 'আমি জীবিত। সার্ভাইক্যাল ক্যানসারে মারা যাইনি। তবে এমন হাজার হাজার মহিলা রয়েছেন যাঁরা এই রোগে সত্যিই মারা যান।' তাঁর এই 'ধাক্কা'-য় যাঁরা দুঃখ পেয়েছেন, তাঁদের কাছে ক্ষমাও চেয়ে নেন পুনম।
View this post on Instagram
খ্যাতির দু'কথা...
২০১১ সালে ভারত ক্রিকেটে বিশ্বকাপ জিতলে তিনি নগ্ন হবেন, বলে রাতারাতি শিরোনামে চলে এসেছিলেন পুনম। বাস্তবে সে রকম কিছু না করলেও এর ঠিক পরের বছর, আইপিএলে তাঁর প্রিয় দল, কলকাতা নাইট রাইডার্স জেতায় একটি নগ্ন ছবি পোস্ট করেছিলেন। এতেই শেষ নয়। তার পর থেকে কখনও বিতর্কিত মন্তব্য, কখনও আবার যৌন উত্তেজনামূলক ভিডিওর জেরে খবরে থেকেছেন পুনম। ২০২২ সালে একটি 'রিয়ালিটি শো'-য়ে যোগ দিয়েও নজর কাড়েন পুনম। কয়েকটি ছবিতেও কাজ করেছেন তিনি। গত কাল, তাঁর মৃত্যুর খবরে হইচই পড়ে যায় নানা দিকে। অনেকে প্রশ্ন করেন, মডেল-অভিনেত্রী যে সার্ভাইক্যাল ক্যানসারের মতো রোগে ভুগছিলেন সে কথা ঘুণাক্ষরেও টের পাওয়া গেল না?
এদিন পুনম তাঁর পোস্ট করা ভিডিওয় জানিয়েছেন, এই রোগ নিয়ে আলোচনা বাড়াতে নিজের ভুয়ো মৃত্যুসংবাদ দেওয়ার মতো যে পদক্ষেপ তিনি করেন, তা যে আদতে 'চরম' সে ব্যাপারে সচেতন তিনি। কিন্তু তাতে আখেরে যে উদ্দেশ্যপূরণ হয়েছে, সেটাই আসল।






















