এক্সপ্লোর
Advertisement
শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ পুনম পান্ডে
অভিনেত্রী পুনম পান্ডে বলিউড তারকা শিল্পা শেট্টির স্বামী তথা ব্যবসায়ী রাজ কুন্দ্রার বিরুদ্ধে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হলেন। পুলিশ পুনমের রাজ কুন্দ্রার বিরুদ্ধে এফআইআর দায়ের করতে অস্বীকার করার পর হাইকোর্টের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পুনম।
মুম্বই: অভিনেত্রী পুনম পান্ডে বলিউড তারকা শিল্পা শেট্টির স্বামী তথা ব্যবসায়ী রাজ কুন্দ্রার বিরুদ্ধে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হলেন। পুলিশ পুনমের রাজ কুন্দ্রার বিরুদ্ধে এফআইআর দায়ের করতে অস্বীকার করার পর হাইকোর্টের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পুনম। পুরো বিষয়টির সূত্রপাত একটি চুক্তি নিয়ে, পরে তা বিবাদে পৌঁছে যায়।
আর্মসপ্রাইম মিডিয়ার সঙ্গে পুনমের একটি চুক্তি সংক্রান্ত বিষয় নিয়েই বিবাদের শুরু বলে সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে। একটি অ্যাপ চালুর জন্য এই চুক্তি। এর থেকে আয়ের একটি অংশ পুনমের পাওয়ার কথা ছিল বলে। পুনমের দাবি, তিনি যখন জানতে পারেন যে, লভ্যাংশের বন্টনে গরমিল রয়েছে, তখন তিনি চুক্তি বাতিল করেন। তাঁর অভিযোগ, ওই চুক্তি বাতিলের পরই তাঁর ব্যক্তিগত নম্বরে বিভিন্ন কল আসতে শুরু করে এবং ওই কলগুলিতে তাঁকে বিভিন্ন ধরনের প্রস্তাব দেওয়া হতে থাকে।
সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, পুনমের অভিযোগ, তিনি বিষয়টি নিয়ে পুলিশের দ্বারস্থ হন। কিন্তু পুলিশ রাজ কুন্দ্রার বিরুদ্ধে মামলা দায়ের করতে অস্বীকার করে বলে পুনমের অভিযোগ।
এরপর পুনম হাইকোর্টের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেন। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এরপর পরিস্থিতি শুধরে যেতে পারে, এই ভেবে পুনম তিনমাস দেশের বাইরে চলে গিয়েছিলেন। নিজের নম্বরও বদল করেন তিনি। কিন্তু এরপরও পরিস্থিতির বদল ঘটেনি বলে তাঁর অভিযোগ।
উল্লেখ্য, পুনম নশা, দ্য জার্নি অফ কর্মা ও আ গয়া হিরো-র মতো সিনেমায় অভিনয় করেছেন।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement