Sherlyn Chopra Case: পর্নোগ্রাফি মামলায় সুপ্রিম কোর্টে স্বস্তি শার্লিন চোপড়ার, পেলেন গ্রেফতারি থেকে রক্ষাকবচ
Sherlyn Chopra Case:সেই সঙ্গে আদালত এই পিটিশনের পরিপ্রেক্ষিতে মহারাষ্ট্র সরকারকেও নোটিশ জারি করেছে। এর আগে রাজ কুন্দ্রা ও পুনম পান্ডের গ্রেফতারির ক্ষেত্রেও অন্তর্বর্তী রক্ষাকবচ মঞ্জুর হয়েছে।
নয়াদিল্লি: সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন অভিনেত্রী শার্লিন চোপড়া। পর্ন ফিল্ম মামলায় গ্রেফতারির ক্ষেত্রে তাঁর রক্ষাকবচের আবেদন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে আদালত এই পিটিশনের পরিপ্রেক্ষিতে মহারাষ্ট্র সরকারকেও নোটিশ জারি করেছে। এর আগে রাজ কুন্দ্রা ও পুনম পান্ডের গ্রেফতারির ক্ষেত্রেও অন্তর্বর্তী রক্ষাকবচ মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট।
বিচারপতি বিনীত সরন ও অনিরুদ্ধ বসুর বেঞ্চ বম্বে হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে শার্লিন চোপড়ার দায়ের করা আর্জির ভিত্তিতে মহারাষ্ট্র সরকারকে নোটিশ জারি করেছে।এর আগে হাইকোর্ট শার্লিনের আগাম জামিনের আর্জি খারিজ হয়ে গিয়েছিল। সুপ্রিম কোর্টের বেঞ্চ বলেছে, নোটিশ জারি করা হয়েছে..এরমধ্যে আবেদনকারীর বিরুদ্ধে কোনও শাস্তিমূলক কড়া পদক্ষেপ নেওয়া যাবে না।
শার্লিন চোপড়ার আইনজীবী সুনীল ফড়নবিশ বলেছেন, এই মামলায় অন্য অভিযুক্তদেরও গ্রেফতারির ব্যাপারে এই রক্ষাকবচ দেওয়া হয়েছে।
মামলা সংক্রান্ত প্রাথমিক রিপোর্টে শার্লিনকে অভিনেত্রী পুনম পান্ডের সঙ্গে সহ অভিযুক্ত করা হয়েছে। গত ১৮ জানুয়ারি শীর্ষ আদালত পুনম পান্ডের গ্রেফতারির ক্ষেত্রেও রক্ষাকবচ দিয়েছিল। যদিও হাইকোর্টচ ২০২১-র ২৪ নভেম্বর আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়েছিল।
গত ১৫ ডিসেম্বর সুপ্রিম কোর্ট অশ্লীর ভিডিও চক্র সংক্রান্ত একটি মামলায় শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রাকে গ্রেফতারি থেকে চার সপ্তাহের রক্ষাকবচ মঞ্জুর করেছিল সুপ্রিম কোর্টে। এর আগে গত বছরের নভেম্বরে বম্বে হাইকোর্টে তাঁর আগাম জামিনের আর্জি খারিজ হয়ে গিয়েছিল।