এক্সপ্লোর
Advertisement
জন্মদিনে নতুন ছবি নিয়ে বড় ঘোষণা প্রভাসের, জানেন কি?
কথা রাখলেন 'বাহুবলী'। আগামী ২৩ অক্টোবর ৪১ বছরে পা দেবেন দক্ষিণী অভিনেতা প্রভাস রাজু। বলেছিলেন, জন্মদিনে বিশেষ চমক রয়েছে তাঁর। কথা রেখে আজ সোশ্যাল মিডিয়ায় নতুন ছবির মিউজিক রিলিজের কথা ঘোষণা করলেন তিনি। তবে সত্যিই তা মিউজিক রিলিজ নাকি কেবল একটি গানের মুক্তি, সেই নিয়ে ধোঁয়াশা বজায় রাখলেন অভিনেতা।
মুম্বই: কথা রাখলেন 'বাহুবলী'। আগামী ২৩ অক্টোবর ৪১ বছরে পা দেবেন দক্ষিণী অভিনেতা প্রভাস রাজু। বলেছিলেন, জন্মদিনে বিশেষ চমক রয়েছে তাঁর। কথা রেখে আজ সোশ্যাল মিডিয়ায় নতুন ছবির মিউজিক রিলিজের কথা ঘোষণা করলেন তিনি। তবে সত্যিই তা মিউজিক রিলিজ নাকি কেবল একটি গানের মুক্তি, সেই নিয়ে ধোঁয়াশা বজায় রাখলেন অভিনেতা।
ইনস্টাগ্রামে একটি মোশন পোস্টার, তাতে লেখা 'বিটস অফ রাধে শ্যাম অন ২৩ অক্টোবর।' রবিবার এই ছবিই পোস্ট করেছেন প্রভাস। ক্যাপশানে লেখা, 'ফিল দ্য বিটস অফ রাধে শ্যাম। স্টে টিউন।' তবে ছবি সম্পর্কে আর কোনও বিশদ তথ্য দেননি প্রভাস। সেটা নাকি বারণ। কেবল জানা গিয়েছে, ইউরোপের একটি প্রেমের কাহিনী নিয়েই এই ছবি।
রাধে শ্যাম ছবিতে প্রভাসের বিপরীতে দেখা যাবে পূজা হেগড়েকে। নায়িকার জন্মদিনে নতুন ছবিতে তাঁর ফার্স্ট লুক ও চরিত্রের নাম সামনে এনেছেন প্রভাস। সোশ্যাল মিডিয়ায় পূজার রেট্রো লুকে একটি ছবি পোস্ট করেছেন নায়ক। সেখানে প্রকাশ পেয়েছে তাঁর চরিত্রের নাম প্রেরণা।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement