Radhe Shyam: 'রাধে শ্যাম' মুক্তির আগেই সিনেমা হলের সামনে বিনামূল্যে হাত দেখানোর বুথ বসালেন নির্মাতারা
'রাধে শ্যাম' মুক্তি পেতে আর মাত্র কয়েকটা দিন বাকি। বহু এই প্রতীক্ষিত ছবির মুক্তি নিয়ে অপেক্ষায় অনুরাগী থেকে দর্শকেরা। এবার উৎসাহী দর্শকের উত্তেজনার পারদ আরও খানিকটা চড়িয়ে দিল 'রাধে শ্যাম' নির্মাতারা।
মুম্বই: 'বাহুবলী' খ্যাত প্রভাসের নতুন ছবি 'রাধে শ্যাম' (Radhe Shyam) নিয়ে এমনিতেই উত্তেজনা তুঙ্গে। করোনা পরিস্থিতিতে এই ছবির মুক্তি আগে স্থগিত হয়ে গেলেও জানা গিয়েছে, আগামী ১১ মার্চ মুক্তি পাবে এই ছবি। সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'রাধে শ্যাম'কে কেন্দ্র করে নানা পোস্ট ইতিমধ্যেই করছেন উৎসাহী দর্শকেরা। তাঁদের উত্তেজনা আরও খানিকটা বাড়িয়ে দিলেন ছবির নির্মাতারা। এবার 'রাধে শ্যাম' মুক্তির আগেই দেশের বিভিন্ন প্রান্তে সিনেমা হলে সামনে বসল বিনামূল্যে হাত দেখানোর বুথ। 'রাধে শ্যাম' মুক্তির আগে ছবি নির্মাতাদের এমন অভিনব উদ্যোগ প্রশংসা পাচ্ছে নানা মহল থেকে।
প্রভাস (Prabhas) ও পূজা হেগড়ে (Pooja Hegde) অভিনীত 'রাধে শ্যাম' মুক্তি পেতে আর মাত্র কয়েকটা দিন বাকি। বহু এই প্রতীক্ষিত ছবির মুক্তি নিয়ে অপেক্ষায় অনুরাগী থেকে দর্শকেরা। এবার উৎসাহী দর্শকের উত্তেজনার পারদ আরও খানিকটা চড়িয়ে দিল 'রাধে শ্যাম' নির্মাতারা। জানা যাচ্ছে, দেশের বিভিন্ন প্রান্তে সিনেমা হলগুলির সামনে ইতিমধ্যেই বসেছে বিনামূল্যে হাত দেখানোর বুথ। দর্শকদের সঙ্গে সরাসরিভাবে যুক্ত হওয়ার বিশেষ এই প্রচেষ্টাকে কেন্দ্র করে ইতিমধ্যেই হইচই পড়ে গিয়েছে। বিভিন্ন সিনেমা হলের সামনে তৈরি হওয়া জ্যোতিষ বুথে থাকছেন হস্তরেখাবিদরা। যাঁরা বিনামূল্যে উৎসাহী ব্যক্তিদের হাত দেখছেন।
আরও পড়ুন - Gangubai Kathiawadi: প্রথমদিন ১০.৫০ কোটি, দ্বিতীয় দিন কত টাকার ব্যবসা করল 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'?
জানা যাচ্ছে, 'রাধে শ্যাম' নির্মাতাদের এমন উদ্যোগে প্রতিদিন বড় সংখ্যক মানুষ এই অ্যাস্ট্রোলজি বুথে হাজির হচ্ছেন। প্রতিটা বুথের বাইরে লম্বা লাইনও চোখে পড়ছে। প্রসঙ্গত, এই ছবিতে 'বাহুবলী' খ্যাত প্রভাসকে দেখা যাবে একজন হস্তরেখাবিদ হিসেবে। অভিনেতার চরিত্রের সঙ্গে এখন থেকেই দর্শককে সংযুক্ত করার অভিনয় এই প্রচেষ্টাকে সাধুবাদ জানানো হয়েছে বিভিন্ন মহল থেকে। দর্শকেরা পর্দায় প্রথমবার প্রভাস ও পূজা হেগড়ের রসায়ন দেখার জন্য উদগ্রীব হয়ে রয়েছেন। রোম্যান্টিক থ্রিলার এই ছবির ট্রেলার থেকে ছবির গান ইতিমধ্যেই প্রকাশ হয়েছে নেট দুনিয়ায়। আর ছবির গান ও ট্রেলার মন কেড়েছে দর্শকের।
গুলশন কুমার ও টি সিরিজ প্রেসেন্ট 'রাধে শ্যাম' ছবিটি ইউভি ক্রিয়েশন প্রোডাকশনের। ছবিটি প্রযোজনা করছেন ভূষণ কুমার, ভামসি এবং প্রমোদ। পরিচালক রাধে কৃষ্ণ কুমারের এই ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে প্রভাব ও পূজা হেগড়েকে। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে একাধিক তাবড় তারকাকে। আগামী ১১ মার্চ সারা দেশে বিভিন্ন ভাষায় সিনেমা হলে মুক্তি পাবে 'রাধে শ্যাম'।