Prantika Das: অভিনয় করেছিলেন কার্তিক আরিয়ানের বিপরীতে, ফের বলিউডে পা রাখছেন এই বঙ্গতনয়া!
Prantika Das News: ছবিটি তিন বন্ধুর গল্প নিয়ে। এই তিন বন্ধুর একজন হলেন প্রান্তিকা।

কলকাতা: গত বছর, অর্থাৎ ২০২৪ সালে ‘ভুল ভুলাইয়া ৩’ (Bhool Bhulaiyaa 3) ছবির হাত ধরে বলিউডে পা রেখেছিলেন এই বঙ্গতনয়া। অভিনয় করেছিলেন কার্তিক আরিয়ানের (Kartik Aaryan) সঙ্গে। আর নতুন বছরে নতুন চমক। ফের বলিউডে কাজ করছেন এই বাঙালি কন্যে। প্রান্তিকা দাস (Prantika Das)। এবার তাঁকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যেতে চলেছে, সিনেমার নাম, 'জোর'। ‘ভুল ভুলাইয়া ৩’-তে প্রান্তিকাকে ছোট চরিত্রে দেখা গেলেও, নতুন সিনেমায় গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যেতে চলেছে তাঁকে।
ছবিটি তিন বন্ধুর গল্প নিয়ে। এই তিন বন্ধুর একজন হলেন প্রান্তিকা। জিতু, গুড্ডু এবং সরস্বতী, এই তিন বন্ধুর নানা কীর্তিকলাপ নিয়েই হরর-কমেডি ছবি হতে চলেছে 'জোর'। সরস্বতীর চরিত্রে অভিনয় করছেন প্রান্তিকা। অন্য দুই বন্ধুর চরিত্রে অভিনয় করছেন ঋষভ রাজ চাড্ডা এবং আকাশ মাখিজা। ঋষভ এবং আকাশ দুজনেই এখন ওটিটি এবং সিনেমায় যথেষ্ট পরিচিত নাম। এছাড়াও একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করবেন জয় সেনগুপ্ত।
নতুন বছরে ফের বলিউডে পা রেখে কেমন লাগছে প্রান্তিকার? অভিনেত্রী বলছেন, 'হিন্দি ছবিতে কাজ করতে সব সময়ই ভাল লাগে। এই মাধ্যমে অনেক বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছনো যায়। সারা দেশের মানুষের কাছে নিজের কাজ দেখানোর একটা সুযোগ থাকে। 'জোর' আমার কাছে খুব বিশেষ। সরস্বতীর চরিত্রটা খুব চ্যালেঞ্জিং। সরস্বতীর জীবন নিয়ে উচ্চ-আকাঙ্ক্ষা। সে তার আকাঙ্ক্ষা পূরণ করতে সব কিছু করতে রাজি। অনেক দূর অবধি সে যেতে পারে। সে জানে সে সুন্দরী, তার এই সৌন্দর্যকেও সে কাজে লাগায়। তিন বন্ধুর গল্প এটা। ভয়, মজা,গান, একশন সবই আছে। প্রচুর ভিএফক্সও আছে। খুব মজা করে আমরা শুটিং করেছি। যেহেতু এটা হরর-কমেডি, বেশ কয়েকটা ভয়ের দৃশ্য আছে। সত্যি সত্যি ভয় পেয়েছিলাম শুটিং করতে গিয়ে। সব মিলিয়ে আশা করছি 'জোর' মানুষের ভাল লাগবে'।
প্রান্তিকা আগের বছর বাংলা ছবি 'ভর্গ'-তে অভিনয় করেছিলেন। বিপরীতে ছিলেন সৌরভ দাস। এই নতুন বছর শুরু হিন্দি ছবি দিয়ে। এছাড়াও একটি ওড়িয়া ছবিতে উনি এখন শুটিং করছেন। আগামী দিনে আরও একাধিক সিনেমায় কাজ করার কথা রয়েছে অভিনেত্রীর। 'জোর' সারা দেশে মুক্তি পাচ্ছে, আগামী ১৬ জানুয়ারি। ছবির পরিচালক গৌরব দত্ত। প্রযোজনায় কেএসস প্রোডাকশন। জম্বিদের নিয়ে হরর-কমেডি ছবি।






















