Prasun Chatterjee Exclusive: কাজের চাপে আনন্দ অনুভব করার অবকাশই পাচ্ছি না : প্রসূন চট্টোপাধ্যায়
ABP Live Exclusive: প্রসঙ্গত, এ যাবৎ আমেরিকায় কোনও বাংলা ছবির অস্কারের যোগ্যতা অর্জনের জন্য এত বড় 'থিয়েট্রিকাল রিলিজ' হয়নি। আমেরিকান প্রেসের জন্যও বিশেষ স্ক্রিনিংয়ের আয়োজন করা হয়েছে ছবির।
কলকাতা: দেশের দর্শকের মন জয়ের পর এবার বিদেশের মাটিতে 'দোস্তজী' (Dostojee)। কোনও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (International Film Festival) নয়, বিদেশের একাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বাঙালি পরিচালক প্রসূন চট্টোপাধ্যায়ের (Prasun Chatterjee) ছবি 'দোস্তজী'। কেমন প্রতিক্রিয়া প্রবাসী বাঙালিদের? বিদেশিরাই বা কী বলছেন ছবি দেখে? এবিপি লাইভকে (ABP Live) জানালেন খোদ পরিচালক।
বিদেশে 'দোস্তজী', কেমন প্রতিক্রিয়া দর্শকের?
গত ১৭ মার্চ বিশ্বের একাধিক দেশে মুক্তি পেয়েছে মুর্শিদাবাদের দুই বন্ধুর গল্প। মার্কিন যুক্তরাষ্ট্রের ২৬টি রাজ্যের ৭৫টি শহরে মুক্তি পেয়েছে এই ছবি। নিউ ইয়র্কের ম্যানহ্যাটনে জাঁকজমকপূর্ণ প্রিমিয়ারের আয়োজনও করা হয়। এছাড়া ১৭ মার্চেই কানাডার ১৭টি শহরে, অস্ট্রেলিয়ার ১০টি শহরে, সেই সঙ্গে নিউজিল্যান্ড, দুবাই, আবু ধাবি, শারজা, আজমানেও মুক্তি পেয়েছে এই ছবি। আক্ষরিক অর্থে কোনও ছবির একসঙ্গে এত প্রেক্ষাগৃহে মুক্তি 'গ্র্যান্ড'ই বটে। কেমন লাগছে? পরিচালকের কথায়, 'ভাল তো লাগছে বটেই কিন্তু প্রচণ্ড কাজের চাপও বেড়েছে। এত চাপ যে আনন্দ বা উদ্দীপনা কোনওটাই অনুভব করার অবকাশ নেই।' প্রসূনের কথায়, 'আমার মনে হয় এই দরজাটা যদি খোলে, গোটা ইন্ডাস্ট্রির জন্য খুব ভাল সেটা। আমাদের ছবিটি ভারতে মুক্তির আগে ২৬টা দেশে ঘুরেছে, একাধিক আন্তর্জাতিক সম্মান পেয়েছে, ফলে অত্যন্ত বিনয়ের সঙ্গেই যদি বলি, আগেই ছবির আন্তর্জাতিক একটা মান তৈরি হয়ে গিয়েছিল। দেশেও বক্স অফিসে ভালই সাফল্য লাভ করে।'
এতকিছুর পর বিদেশের মাটিতে নতুন করে ছবির মুক্তি পরিচালকের কথায়, 'শুরু থেকে শুরু'। 'গ্রাফটা একেবারে ৯০ ডিগ্রি ঘুরে গেল।' তবে বিদেশের মাটিতে কেমন গ্রহণযোগ্যতা অর্জন করছে এই ছবি? আপাতত মার্কিন মুলুকেই প্রসূন। সেখান থেকেই এবিপি লাইভকে তিনি বলেন, 'খুব ভাল প্রতিক্রিয়া। প্রবাসী বাঙালিরা অত্যন্ত ভাল বলছেন। বিদেশিরা ধীরে ধীরে দেখতে শুরু করেছেন। তবে এখনও যাঁরা দেখেছেন তাঁদের কেউই চোখের জল ধরে রাখতে পারেননি।' অন্যান্য দেশেও তাই। প্রসূনের কথায়, 'খুবই ভাল প্রতিক্রিয়া পাচ্ছি'।
আরও পড়ুন: Kisi Ka Bhai Kisi Ki Jaan: রোম্যান্টিক গানে সলমন খানের কণ্ঠ, মুক্তি পেল নতুন গান 'জি রহে থে হম'
প্রসঙ্গত, এ যাবৎ আমেরিকায় কোনও বাংলা ছবির অস্কারের যোগ্যতা অর্জনের জন্য এত বড় 'থিয়েট্রিকাল রিলিজ' হয়নি। আমেরিকান প্রেসের জন্যও বিশেষ স্ক্রিনিংয়ের আয়োজন, অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের সদস্য ডিস্ট্রিবিউটরদের জন্য আলাদা ক্যাম্পেনের ব্যবস্থা করা হয়েছে ছবির। নভেম্বরে 'আমেরিকান ফিল্ম মার্কেট' হয়, যেখান থেকে অস্কারের ক্যাম্পেন শুরু হয়, সেখানেও ছবিটি পাঠানো হচ্ছে। 'দোস্তজী' প্রথম বাংলা ছবি যার ট্রেলার-টিজার দেখানো হয় নিউ ইয়র্কের 'টাইমস স্কোয়্যার'-এর বিলবোর্ডে। সেই ছবি শেয়ার করেও উচ্ছ্বাস প্রকাশ করেন পরিচালক।