এক্সপ্লোর
Advertisement
কাম্য পঞ্জাবিকে তোপ, প্রত্যুষার ‘শেষ সিনেমা’র দাবি নস্যাৎ ‘বয়ফ্রেন্ড’ রাহুল রাজ সিংহর
মু্ম্বই: গত বছর ১ এপ্রিল নিজের অ্যাপার্টমেন্টে আত্মহত্যা করেছিলেন জনপ্রিয় টিভি সিরিয়াল বালিকা বধূ খ্যাত অভিনেত্রী প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়। প্রথম মৃত্যুবার্ষিকীর আগে ফের প্রত্যুষাকে ঘিরে ফের আলোচনা তুঙ্গে উঠেছে। তাঁর অভিনীত একটি সিনেমা নিয়ে তৈরি হয়েছে নয়া বিতর্ক।
মাত্র কয়েকদিন আগেই জনপ্রিয় টিভি তারকা কাম্য পঞ্জাবি তাঁর প্রয়াত বন্ধু প্রত্যুষার অভিনীত একটি সিনেমার মুক্তির দিন ঘোষণা করেছেন। কাম্য জানিয়েছেন, অনলাইনে প্রত্যুষার মৃত্যুবার্ষিকীতে ১ এপ্রিল ওই স্বল্প দৈর্ঘ্যের সিনেমা মুক্তি পাবে। কয়েকদিন আগে ‘হম কুচ কহে না সকে’ নামে ওই সিনেমার ট্রেলারও লঞ্চ করা হয়েছে।
প্রয়াত অভিনেত্রীর অভিনীত এটাই শেষ সিনেমা বলে দাবি করা হয়েছে। এই সিনেমার কাহিনীতে প্রত্যুষার ব্যক্তিগত জীবন ধরা পড়েছে বলে দাবি করা হয়েছে। প্রত্যুষার লিভ-ইন পার্টনার রাহুল রাজ সিংহ অবশ্য এই সমস্ত দাবি প্রচারের কৌশল বলে উড়িয়ে দিয়েছেন।
রাহুলের দাবি, প্রত্যুষা ওই সিনেমার জন্য আদৌ শ্যুট করেননি। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী রাহুল বলেছেন, ওঁরা বলছেন যে মৃত্যুর দেড়মাস আগে সিনেমাটির শ্যুটিং করেছিল প্রত্যুষা। কিন্তু প্রত্যুষা ওই সিনেমার কথা আমাকে কখনওই বলেনি। আমার কাছে ওর হাতে লেখা ডায়েরি রয়েছে। এতে ওর প্রত্যেক দিনের কাজের তালিকা লেখা থাকত। সেখানে ওই সিনেমার কোনও উল্লেখই নেই। আমি সিনেমার শ্যুটিংয়ের সঠিক স্থান ও সময় জানতে চাই।
অন্য একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাত্কারে রাহুল ওই সিনেমাকে নিষ্ঠুর পরিহাস ও বাজে বলে মন্তব্য করেছেন রাহুল। তাঁর অভিযোগ, মৃত ব্যক্তিকে ভাঙিয়ে অর্থ রোজগার ছাড়া এটা অন্য কোনও কিছু নয়।
কাম্যকে তীব্র আক্রমণ করে রাহুল বলেছেন, প্রচার পাওয়ার জন্য ওই মহিলা প্রত্যুষার নাম ব্যবহার করছেন।
রাহুলের দাবি, একমাত্র তিনিই প্রত্যুষার চিন্তাভাবনা ও অনুভূতির কথা জানতেন।
উল্লেখ্য, টিভি রিয়েলিটি শো বিগ বস-এর ঘরে একসঙ্গে ছিলেন প্রত্যুষা ও কাম্য। তাঁদের দুজনের মধ্যে সেখানেই বন্ধুত্ব গড়ে ওঠে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement