Preity Zinta Blessed with Twins: যমজ সন্তানের মা হলেন প্রীতি জিন্টা
Preity Zinta Gene Goodenough Blessed with Twins: নিজের সোশাল মিডিয়া হ্যান্ডেলে মা হওয়ার খবর নিজেই জানান প্রীতি জিন্টা (Preity Zinta)।প্রীতি জিন্টা এবং জিন গুডএনাফের কোল আলো করে এল এক পুত্র এবং কন্যা।
![Preity Zinta Blessed with Twins: যমজ সন্তানের মা হলেন প্রীতি জিন্টা Preity Zinta Gene Goodenough blessed with twins through surrogacy Preity Zinta Blessed with Twins: যমজ সন্তানের মা হলেন প্রীতি জিন্টা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/18/e12d242bf25c45aaf7ef6c78be76196d_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: যমজ সন্তানের মা হলেন বলিউড অভিনেত্রী প্রীতি জিন্টা (Preity Zinta)। সারোগেসি (Surrogacy) পদ্ধতিতে পুত্র এবং কন্যাসন্তানের মা হলেন তিনি। এদিন সকালে নিজের সোশাল মিডিয়া হ্যান্ডেলে মা হওয়ার খবর নিজেই জানান অভিনেত্রী। প্রীতি জিন্টা (Preity Zinta) এবং জিন গুডএনাফের (Gene Goodenough) কোল আলো করে এল এক পুত্র এবং কন্যা। সন্তানদের নাম রাখলেন জয় জিন্টা গুডএনাফ (Jai Zinta Goodenough) এবং জিয়া জিন্টা গুডএনাফ (Gia Zinta Goodenough)।
এদিন নিজের ইনস্টাগ্রাম (Instagram) হ্যান্ডেলে অভিনেত্রী লেখেন, “সবার সঙ্গে আনন্দের খবর ভাগ করে নিতে চাই। জিন এবং আমি খুব আনন্দিত। পরিবারে আমাদের যমজ সন্তান জয় জিন্টা গুডএনাফ এবং জিয়া জিন্টা গুডএনাফকে স্বাগত জানাচ্ছি। জীবনের এই নতুন পর্ব নিয়ে আমরা খুবই উচ্ছ্বসিত। এই যাত্রায় অংশ নেওয়ার জন্য চিকিৎসক, নার্স এবং আমাদের সারোগেটকে আন্তরিক ধন্যবাদ। অনেক ভালবাসা- জিন, প্রীতি, জয় এবং জিয়া।'
২০১৬ সালে ২৯ ফেব্রুয়ারি নিকট আত্মীয় এবং কাছের বন্ধুদের নিয়ে বিয়ের অনুষ্ঠান করেন প্রীতি জিন্টা (Preity Zinta)) ও জিন গুডএনাফ (Gene Goodenough)। এরপর তাঁরা লস অ্যাঞ্জেলেসে (Los Angeles) চলে যান। মুম্বইয়ে (Mumbai) একটি রিসেপশন পার্টির আয়োজন করে জিনের সঙ্গে পরিচয় করান তিনি। প্রীতি জিন্টা যখন বিয়ের কথা জানান, তখন অনেকেই তাঁদের সম্পর্কের বিষয়ে জানতে আগ্রহ প্রকাশ করেন। আর বিয়ের পর নিজেই সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন। বিয়ের পর একটি ফেসবুক লাইভে (Facebook Live) বলিউড অভিনেত্রী জানান, "লস অ্যাঞ্জেলেসের সান্তা মনিকাতে জিনের সঙ্গে আমার দেখা হয়েছিল। তারপর আমরা পাঁচ বছর সম্পর্কে ছিলাম। শেষ পর্যন্ত বিয়ে করলাম।'' উল্লেখ্য, বহু বছর ধরেই সম্পর্কের নতুন সমীকরণ তৈরি করেছেন তাঁরা। বর্তমান যুগে কাপল গোলস সেট করেছেন তাঁরা। আর আজ দুই সন্তানে বাবা-মা হলেন জিন এবং প্রীতি।
আরও পড়ুন: Shahid Kapoor New Film: প্যারাট্রুপারের ভূমিকায় শাহিদ কপূর, ২০২৩ সালে মুক্তি পাবে 'বুল'
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)