Prem Chopra Covid Positive: করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি প্রেম চোপড়া
ছিয়াশি বছর বয়সী বলিউডের কিংবদন্তি অভিনেতা প্রেম চোপড়ার (Prem Chopra) করোনা (Coronavirus) আক্রান্ত হওয়ার খবরে উদ্বিগ ছড়িয়েছে বলিউডের অন্দরে। যদিও আশার কথা শুনিয়েছেন হাসপাতালের চিকিৎসকরা।
মুম্বই: বলিউডে ফের করোনায় আক্রান্ত অভিনেতা। বর্ষীয়ান বলিউড অভিনেতা প্রেম চোপড়া (Prem Chopra) করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। এদিন তাঁর ও তাঁর স্ত্রী উমাদেবীর করোনা (Coronavirus) পরীক্ষার রিপোর্ট পজেটিভ এসেছে। চিকিৎসার জন্য তাঁরা এই মুহূর্তে ভর্তি রয়েছেন লীলাবতী হাসপাতালে। জানা গিয়েছে, বর্ষীয়ান অভিনেতা প্রেম চোপড়া এবং তাঁর স্ত্রী উমাদেবীর চিকিৎসা চলছে। চিকিৎসকরা জানিয়েছেন যে, দুজনেরই শারীরিক অবস্থা আগের তুলনায় ভালো। দুজনকেই অ্যান্টিবডি দেওয়া হয়েছে।
ছিয়াশি বছর বয়সী বলিউডের কিংবদন্তি অভিনেতা প্রেম চোপড়ার করোনা (Covid19) আক্রান্ত হওয়ার খবরে উদ্বিগ ছড়িয়েছে বলিউডের অন্দরে। যদিও আশার কথা শুনিয়েছেন হাসপাতালের চিকিৎসকরা। মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি রয়েছেন সস্ত্রীক প্রেম চোপড়া। চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রেম চোপড়া এবং তাঁর স্ত্রী চিকিৎসায় সাড়া দিচ্ছেন। তাঁরা আসা করছেন আগামী কয়েকদিনের মধ্যেই তাঁদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।
আরও পড়ুন - Ranbir Alia Vacation Pics: অদেখা ছবি, কেনিয়ার মাসাই মারা জঙ্গলে ছুটি কাটাচ্ছেন রণবীর-আলিয়া
আজই করনোয়া আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে বলিউড অভিনেতা জন আব্রাহাম এবং তাঁর স্ত্রীর। এদিন অভিনেতা নিজের সোষ্য়াল মিডিয়া হ্যান্ডলে বিবৃতি প্রকাশ করে লিখেছেন, 'দিন তিনেক আগে আমি এক ব্যক্তির সংস্পর্শে এসেছিলাম। পরে জেনেছি ওই ব্যক্তি করোনায় আক্রান্ত ছিল। আমার এবং আমার স্ত্রী প্রিয়ার করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ এসেছে। আমরা দুজনেই বাড়িতে কোয়ারেন্টিনে রয়েছি। আমাদের দুজনেরই টিকাকরণ হয়ে গিয়েছে। উপসর্গও সামান্য কিছু রয়েছে। আপনারাও সকলে সুস্থ থাকুন। সুরক্ষিত থাকুন। মাস্ক ব্যবহার করুন।'
জন আব্রাহামের মতো আজই করোনায় আক্রান্ত হয়েছেন বলিউড প্রযোজক একতা কপূর। এদিন তিনিও নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে করোনায় আক্রান্ত হওয়ার কথা জানিয়ে লেখেন, 'সমস্ত রকমের সতর্কতা অবলম্বন করার পরও আমার করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ এসেছে। আমি সুস্থ আছি। এর মধ্যে যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, সকলকে অনুরোধ করব করোনা পরীক্ষা করিয়ে নেওয়ার জন্য।'