এক্সপ্লোর
তাক লাগানো সাফল্য ‘উইঙ্ক গার্ল’ প্রিয়া প্রকাশের, পেলেন এক কোটি টাকার বিজ্ঞাপনের অফার!
1/7

ভিডিওটি এতই জনপ্রিয় হয় যে তাঁকে ন্যাশনাল ক্র্যাশ-এর তকমাও দিয়ে দিয়েছিলেন কেউ কেউ। একটি মালয়ালম সিনেমার গানের দৃশ্যে প্রেমিকের সঙ্গে চোখের ইঙ্গিতে ভাবের আদানপ্রদানের ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিল। ওই ভিডিও ভাইরাল হওয়ার আগে তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কয়েক হাজার ফলোয়ার ছিলেন। কিন্তু এরপর তা তরতরিয়ে বাড়তে বাড়তে প্রায় ৬ মিলিয়নে পৌঁছে যায়। এক মিলিয়ন অর্থাত্ ১০ লক্ষ।(Photo- INSTAGRAM)
2/7

উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে প্রিয়া প্রকাশের একটি ভিডিও ভাইরাল হয়েছিল। সেই ভিডিও তাঁকে রাতারাতি তারকা করে তোলে। (Photo- INSTAGRAM)
Published at : 13 Jul 2018 07:45 PM (IST)
Tags :
Priya PrakashView More






















