এক্সপ্লোর
ভিডিও ভাইরাল হওয়ার পর বাড়িতে কী হয়েছিল, জানালেন ‘উইঙ্ক গার্ল’ প্রিয়া প্রকাশ
![ভিডিও ভাইরাল হওয়ার পর বাড়িতে কী হয়েছিল, জানালেন ‘উইঙ্ক গার্ল’ প্রিয়া প্রকাশ Priya prakash varrier was under house arrest post her wink girl video went viral ভিডিও ভাইরাল হওয়ার পর বাড়িতে কী হয়েছিল, জানালেন ‘উইঙ্ক গার্ল’ প্রিয়া প্রকাশ](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2019/02/11202225/priya-prakash-1.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: সিনেমার দৃশ্যে চোখের ইশারায় হৃদয় বিনিময়ের ভিডিও ভাইরাল হয়ে যাওয়ার পর রাতারাতি জনপ্রিয় হয়ে উঠেছিলেন প্রিয়া প্রকাশ বারিয়র। আচমকা জনপ্রিয় হয়ে ওঠার পরবর্তী যে পরিস্থিতির মুখোমুখি তাঁকে হতে হয়েছিল, তা জানালেন প্রিয়া। জানিয়েছেন, সব কিছু হঠাত্ ঘটে যাওয়ায় তিনি ও তাঁর পরিবারের লোকজন হতচকিত হয়ে যান। উল্লেখ্য, ‘অরু অদার লাভ স্টোরি’ সিনেমার একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়ে গিয়েছিল। ভিডিওতে চোখের ইশারায় প্রেমের আদানপ্রদান করতে দেখা গিয়েছিল প্রিয়াকে।
রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠার পর যে পরিস্থিতি তৈরি হয়, তা তিনি ও তাঁর পরিবারের লোকজন সবাই মিলে সামাল দেওয়ার চেষ্টা করেন বলে জানিয়েছেন প্রিয়া। কারণ, সবকিছু তাঁর ও তাঁর পরিবারের কাছে একেবারেই নতুন ছিল। প্রিয়া স্বীকার করেছেন যে, ওই সময় তাঁকে সেলফোন দেওয়া হয়নি। কয়েকদিন বাড়ির বাইরেও বেরোতে দেওয়া হয়নি। কারণ, সংবাদমাধ্যমে লোকজন আগাম না জানিয়েই তাঁদের বাড়িতে চলে আসছিলেন। এতে সমস্যায় পড়তে হয়েছিল পরিবারের লোকজনকে।
ওই ভিডিও ভাইরাল হওয়ার পর প্রিয়ার সঙ্গে ‘উইঙ্ক গার্ল’ তকমা জুড়ে যায়। এই তকমাতে কীভাবে দেখেন, এই প্রশ্নের জবাবে প্রিয়া বলেছেন, ওই তকমা তাঁকে খ্যাতি পেতে এবং নিজের পরিচয় তৈরি করতে সাহায্য করেছে।তবে তিনি এই তকমা থেকে ভবিষ্যতে বেরিয়ে আসতে চান।
প্রিয়া জানিয়েছেন, প্রথমটা যেভাবে সবকিছু ঘটে গিয়েছিল, শুরুতে তা তাঁর বিশ্বাস হচ্ছিল না। এখন পুরো বিষয়টি উপভোগ করার চেষ্টা করেন তিনি।
প্রিয়ার ‘অরু অদার লাভ স্টোরি’ ভ্যালেন্টাইন ডে-তে মুক্তি পেতে চলেছে। মলায়ালম ও তেলগু ভাষায় সিনেমাটি মুক্তি পাবে। সম্প্রতি সিনেমার একটি প্রোমো মুক্তি পেয়েছিল।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ক্রিকেট
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)