Priyanka Chopra: সময়ের অভাব! এখনও 'RRR' দেখে উঠতে পারেননি প্রিয়ঙ্কা চোপড়া
RRR: ইতিমধ্য়েই একাধিক রেকর্ড তৈরি করেছে এসএস রাজমৌলির ম্যাগনাম ওপাস 'RRR'।
![Priyanka Chopra: সময়ের অভাব! এখনও 'RRR' দেখে উঠতে পারেননি প্রিয়ঙ্কা চোপড়া Priyanka Chopra Has Not Seen SS Rajamouli's 'RRR', Admits To Not Getting Enough Time Priyanka Chopra: সময়ের অভাব! এখনও 'RRR' দেখে উঠতে পারেননি প্রিয়ঙ্কা চোপড়া](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/17/12a45a47d82e74a7ebadc37e3be62f95168428928390047_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: এই ছবির হাত ধরে অস্কার (Oscars 2023) এসেছে ভারতে। ভারতীয় প্রযোজনায় 'বেস্ট অরিজিন্যাল সং' (Best Original Song) বিভাগে সেরার শিরোপা পেয়েছে 'নাটু নাটু' (Naatu Naatu)। আর এই ছবিটিই এখনও নাকি দেখেই উঠতে পারেন নি অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra)। হ্য়াঁ। এই ছবি নিয়ে সম্প্রতি প্রিয়ঙ্কাকে প্রশ্ন করা হলে তিনি জানান, 'আমি শুধু সময় পাইনি। আমি অনেক সিনেমা দেখি না কিন্তু আমি অনেক টিভি শো দেখি। আমি দুবাই ব্লিং দেখি।'
জানা যায়, বছরের শুরুর দিকে, প্রিয়ঙ্কা মার্কিন যুক্তরাষ্ট্রে ছবিটির স্ক্রিনিংয়ের আয়োজন করেছিলেন এবং এমনকি ছবিটি দেখার জন্য় দর্শককে উদ্বুদ্ধও করেছিলেন। তিনি এসএস রাজামৌলি এবং সঙ্গীত পরিচালক এমএম কিরাভানির সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, "এই অবিশ্বাস্য ভারতীয় চলচ্চিত্রের যাত্রায় অবদান রাখতে আমি অন্তত কিছু করতে পারি। শুভকামনা এবং অভিনন্দন @RRRMovie।"
এর পাশাপাশি, প্রিয়ঙ্কা রাম চরণ সম্পর্কে তাঁর ভাবনা শেয়ার করেছিলেন অনুরাগীদের সঙ্গে। তিনি জানান, তিনি রাম চরণের সঙ্গে 'জাঞ্জির'-এ স্ক্রিন শেয়ার করেছিলেন। তিনি শেয়ার করেছেন যে চরণ হলেন ভারতের ব্র্যাড পিট। তিনি আরও বলেন, "রামের অসাধারণ ক্যারিশমা আছে। আমি ব্র্যাড পিটকে জানি না, আমি জানি না সে সুন্দর কিনা, তবে রাম সুন্দর।"
আরও পড়ুন...
নিজের অজান্তেই ডেকে আনছি রোগ! মিষ্টির বিকল্প বলে যা কিনছি, তা আরও বিপজ্জনক, দাবি WHO-র
প্রসঙ্গত, 'হলিউড ক্রিটিকস অ্যাসোসিয়েশন ফিল্ম অ্যাওয়ার্ডস'-এ বেস্ট অ্যাকশন ফিল্ম, বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার, বেস্ট অরিজিন্যাল সং (নাটু নাটু), বেস্ট স্টান্টস, এই চার বিভাগে জয়ী এস এস রাজামৌলি পরিচালিত, রাম চরণ ও জুনিয়র এনটিআর অভিনীত ব্লকবাস্টার ছবি 'আর আর আর'। এদিন পুরস্কার জয়ের পর বক্তব্য রাখতে উঠে পরিচালক স্টান্ট পরিচালকদের প্রাপ্য স্বীকৃতি দেওয়ার কথাও বলেন। 'বেস্ট অ্যাকশন ফিল্ম' বিভাগে 'দ্য ব্যাটম্যান', 'ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার', 'টপ গান: মেভারিক'-এর মতো ছবিকে পিছনে ফেলেছে রাজামৌলির ছবি। অন্যদিকে 'বেস্ট ইন্টারন্যাশনাল ফিল্ম' বিভাগে এটি 'অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট' ও 'ডিসিশন টু লিভ'-এর মতো ছবিকে পিছনে ফেলেছে।
বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার অ্যাওয়ার্ড পাওয়ার পর রাজামৌলি তাঁর সঙ্গে রাম চরণকেও নিয়ে ওঠেন স্টেজে। আরও ভাল ভাল ছবি তৈরির আশ্বাস দেন অভিনেতা। রাজামৌলি এই পুরস্কার ভারতের সমস্ত পরিচালকদের উৎসর্গ করেন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)