এক্সপ্লোর
‘কোয়ান্টিকো’-র সেটে দুর্ঘটনা, হাসপাতালে প্রিয়ঙ্কা চোপড়া

মুম্বই: ‘কোয়ান্টিকো’-র সেটে দুর্ঘটনা, হাসপাতালে নিয়ে যাওয়া হল প্রিয়ঙ্কা চোপড়কে। টেলিভিশন ড্রামা ‘কোয়ান্টিকো’র শ্যুটিং চলাকালীন এই দুর্ঘটনা ঘটে। তারপর সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সূত্রের খবর, প্রাথমিক চিকিৎসার পর প্রিয়ঙ্কাকে ছেড়ে দিয়েছেন চিকিৎসকরা। আপাতত তিনি বাড়িতে বিশ্রামে রয়েছেন। ‘কোয়ান্টিকো’ টিমের এক সদস্য জানিয়েছেন, একটি স্টান্টের দৃশ্য করার সময় হঠাৎ পা ফসকে পড়ে যান অভিনেত্রী। তাঁর মাথায় সামান্য আঘাত লাগে। তবে হাসপাতালে নিয়ে গিয়ে তাঁর সবরকম পরীক্ষার পর চিকিৎসকরা ছেড়ে দেন। আগামী সপ্তাহে ফের কাজে যোগ দেবেন প্রিয়ঙ্কা। বৃহস্পতিবার এই দুর্ঘটনাটি ঘটে। এর আগে গত রবিবার গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডের মঞ্চে প্রিয়ঙ্কার উপস্থিতি নজর কেড়েছিল সকলের।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















