২০১৬-র জুলাই পর্যন্ত মেগান, হ্যারিকে ঘনিষ্ঠ মহলে বন্ধু-বান্ধবদের মধ্যেই দেখা যেত। তারপর থেকে শুরু হয়ে দুজনের ডেটিং। সেই সম্পর্কই পরিণতি পেল মধুর মিলনে। রাজপরিবারের বধূ হতে চলা মেগান আরেক বউ কেটের থেকে একেবারে অন্য দুনিয়ার মানুষ। মেগান শুধু হলিউডের অভিনেত্রীই নন, আমেরিকান। (সব ছবি ইনস্টাগ্রাম থেকে নেওয়া)।
2/7
শেষ পর্যন্ত সবাই দেখে নিল তাঁর পোশাক। এই ছবি সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
3/7
প্রিয়ঙ্কা কোন পোশাকে অনুষ্ঠানে যাবেন, তা নিয়ে জোর চর্চা, জল্পনা ছিল।
4/7
বন্ধু মেগান ব্রিটিশ রাজ পরিবারের বউ হচ্ছেন, এ কি কম আনন্দের কথা!
5/7
বলিউড, হলিউডে সাফল্য পাওয়া প্রিয়ঙ্কার পরণে ছিল এই দারুণ ড্রেস।
6/7
লন্ডনের রাজকীয় বিয়েতে হাজির প্রিয়ঙ্কা চোপড়া। অতিথি অভ্যাগতদের মধ্যে দেখা গেল তাঁকেও।
7/7
বন্ধু মেগান মর্কেলের সঙ্গে বিয়ে প্রিন্স হ্যারির। আর তিনি থাকবেন না?