(Source: ECI/ABP News/ABP Majha)
Jee Le Zaraa: 'জি লে জরা' থেকে প্রিয়ঙ্কা সরেছেন তারিখ নিয়ে সমস্যার কারণে, খবর সূত্রের
Priyanka Chopra: প্রথমেই শোনা যায় যে ছবি থেকে সরে এসেছেন প্রিয়ঙ্কা চোপড়া। কেন? প্রথমে খবর রটে যে তাঁর নাকি চিত্রনাট্য পছন্দ হয়নি। কিন্তু তা একেবারেই ঠিক কথা নয়।
নয়াদিল্লি: অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষায় কবে মুক্তি পাবে 'জি লে জরা' (Jee Le Zaraa)। ফারহান আখতার (Farhan Akhtar) পরিচালিত এই ছবির ঘোষণা থেকেই বিপুল উত্তেজনা সৃষ্টি করেছে অনুরাগীদের মধ্যে। কিন্তু সেই ঘোষণাই সার। তারপর থেকে প্রায় বছর দুই কেটে গেলেও এখনও ছবির কাজ শুরু করতে পারেননি পরিচালক। এখন শোনা যাচ্ছে ছবি থেকে সরে এসেছেন অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra)।
'জি লে জরা' ছবি থেকে কেন সরলেন প্রিয়ঙ্কা চোপড়া?
ঘোষণা করা হয়েছিল একই ছবিতে তিন তারকা অভিনেত্রীকে দেখা যাবে। আলিয়া ভট্ট, ক্যাটরিনা কাইফ ও প্রিয়ঙ্কা চোপড়া। একসঙ্গে 'গার্লস ট্রিপ' ঘরানার ছবি তৈরি হওয়ার কথা ছিল একটি। কিন্তু সেই ছবির কাজ এখনও শুরু করা যায়নি।
প্রথমেই শোনা যায় যে ছবি থেকে সরে এসেছেন প্রিয়ঙ্কা চোপড়া। কেন? প্রথমে খবর রটে যে তাঁর নাকি চিত্রনাট্য পছন্দ হয়নি। কিন্তু তা একেবারেই ঠিক কথা নয়। নতুন তথ্য অনুযায়ী, কিছুতেই শিডিউল মেলাতে পারছিলেন না বলিউডের 'দেশি গার্ল' যার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছিল ছবির প্রযোজনা।
এক জাতীয় বিনোদন সংস্থার খবর অনুযায়ী, 'প্রিয়ঙ্কা চোপড়া চিত্রনাট্য পছন্দ করেননি এবং না বলে দেন। তাঁর ভারতে আসার কথা ছিল বোন পরিণীতি চোপড়ার বিয়েতে এবং একইসঙ্গে সিনেমার কন্ট্র্যাক্ট সই করার কথা ছিল। কিন্তু কথা এগিয়ে নিয়ে যাওয়া যায়নি কারণ সৃজনশীল পার্থক্য তৈরি রয়েছে।'
কিন্তু এখন শোনা যাচ্ছে, প্রিয়ঙ্কা চোপড়ার ছবি থেকে পিছিয়ে আসার নাকি এটাই কারণ নয়। ঘনিষ্ঠ সূত্র মারফত খবর, 'এই খবরের কোনও সত্যতা নেই। কোনও ক্রিয়েটিভ পার্থক্য হয়নি, সবসময়েই শিডিউল নিয়ে সমস্যা হয়েছে কারণ সকলেরই সক্রিয় কেরিয়ার এখন।' তিনি আরও বলেন, 'প্রিয়ঙ্কা ও ফারহানরে প্রযোজনা এর আগেও একাধিকবার ভালভাবে ও সাফল্যের সঙ্গে কাজ করেছে। তাঁরা জানেন পেশাদারিত্বের সঙ্গে কীভাবে কাজ করতে হয়।'
আরও পড়ুন: Jawan BO Collection: চতুর্থ সপ্তাহেও তুঙ্গে ব্যবসা, ২৬তম দিনে ভারতে ৬ কোটির ওপর ব্যবসা করল 'জওয়ান'
এর আগে ফারহান আখতার বলেছিলেন, 'আমাদের কেবল তারিখ নিয়ে সমস্যা রয়েছে, এবং হলিউডে অভিনেতাদের ধর্মঘটের কারণে প্রিয়ঙ্কার তারিখগুলি নিয়ে সমস্যা হতে পারে। কী করা হবে না হবে তা নিয়ে একটি বিশাল গোলমালের মধ্যে রয়েছি। তাই আমি সত্যিকারের বিশ্বাস করতে শুরু করেছি যে এই সিনেমাটির এখন নিজস্ব ভাগ্য রয়েছে। যখন হওয়ার এটা তখনই হবে, দেখা যাক।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial