Jawan BO Collection: চতুর্থ সপ্তাহেও তুঙ্গে ব্যবসা, ২৬তম দিনে ভারতে ৬ কোটির ওপর ব্যবসা করল 'জওয়ান'
Shah Rukh Khan: ৭ সেপ্টেম্বর বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে শাহরুখ খান, নয়নতারা, বিজয় সেতুপতি অভিনীত অ্যাকশন ড্রামা ঘরানার ছবি 'জওয়ান'। প্রথম শো থেকেই অত্যন্ত ভাল সাড়া পেয়েছে এই ছবি।
নয়াদিল্লি: আর দিন চার কাটলেই প্রেক্ষাগৃহে ১ সপ্তাহ কাটিয়ে ফেলবে 'জওয়ান' (Jawan)। তবে এখনই বক্স অফিসে ঝড় থামানোর তেমন বিশেষ ইচ্ছা দেখা যাচ্ছে না শাহরুখ খান (Shah Rukh Khan) অভিনীত ও অ্যাটলি (Atlee) পরিচালিত এই ছবির। দেশের বাজারে ইতিমধ্যেই ৬০০ কোটির ব্যবসার গণ্ডি পেরিয়ে গিয়েছে 'জওয়ান'-এর। আর বিশ্বের হিসেবে, 'জওয়ান' আপাতত নজর রেখেছে ১১০০ কোটির সীমায়। চতুর্থ সপ্তাহে পৌঁছেও বিপুল ব্যবসা করছে এই ছবি। শাহরুখ খান যে আক্ষরিক অর্থেই 'বাদশাহ্' (Baadhshah), মেনে নিচ্ছেন সকলেই।
'জওয়ান' ছবির বক্স অফিস কালেকশন
৭ সেপ্টেম্বর বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে শাহরুখ খান, নয়নতারা, বিজয় সেতুপতি অভিনীত অ্যাকশন ড্রামা ঘরানার ছবি 'জওয়ান'। প্রথম শো থেকেই অত্যন্ত ভাল সাড়া পেয়েছে এই ছবি। হিন্দি সিনেমার নিরিখে এই ছবির সবচেয়ে বেশি আয় করেছে। প্রথম দিনে বিশ্বজুড়ে ১২৯.০৬ কোটি টাকা আয় দিয়ে খাতা খোলে 'জওয়ান'। তারপর থেকে সেই ঝড় থামার কোনও নাম নেই।
সূত্রের খবর, মুক্তির ২৬ দিনের মাথায়, ২ অক্টোবর, গান্ধী জয়ন্তী অর্থাৎ জাতীয় ছুটির দিন 'জওয়ান' ভারতেই ৬.০৮ কোটি টাকার ব্যবসা করেছে। অর্থাৎ ভারতের মাটিতে এখন ছবির মোট আয়ের পরিমাণ ৬১১.৬২ কোটি টাকা। এছাড়া ২ অক্টোবর, সব মিলিয়ে এই ছবির মোট আসন সংরক্ষণের পরিমাণ ছিল ৩৪ শতাংশ।
অন্যদিকে, বিশ্বের বাজারেও এই ছবি দুর্দান্ত ব্যবসা করছে। সব মিলিয়ে ইতিমধ্যেই তো 'জওয়ান' ১০০০ কোটি পার করে ফেলেছে। ২৬তম দিনে এই ছবির আয় পৌঁছেছে মোট ১০৮২.৫২ কোটি টাকা। খুব শীঘ্রই যে ১১০০ কোটির গণ্ডি পেরিয়ে যাবে 'জওয়ান' তা বোঝাই যাচ্ছে।
View this post on Instagram
অ্যাটলি পরিচালিত 'জওয়ান' বিশ্বজুড়ে ৭ সেপ্টেম্বর, হিন্দি, তামিল ও তেলুগু এই তিন ভাষায় মুক্তি পায়। অ্যাকশনে ভরপুর এই ছবিতে অভিনয় করেছেন নয়নতারা, বিজয় সেতুপতি। ক্যামিও চরিত্রে দেখা গেছে দীপিকা পাড়ুকোনকে। 'জওয়ান' মূলত বাবা ও ছেলের গল্প এবং এই দুই চরিত্রেই দেখা গেছে কিং খানকে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন