এক্সপ্লোর
Advertisement
বলিউডে স্বজনপোষণের শিকার আমিও, বেশ কয়কেবার বের করে দেওয়া হয়েছে ছবি থেকে:প্রিয়ঙ্কা
মুম্বই: বলিউডে এর আগে কফি উইথ কর্ণ-এ স্বজনপোষণ নিয়ে মুখ খুলে বহু লোকের তোপের মুখে পড়েছিলেন কঙ্গনা রানাউত। এবার এক দৈনিককে দেওয়া সাক্ষাত্কারে সেই স্বজনপোষণ প্রসঙ্গে মুখ খুললেন প্রিয়ঙ্কা চোপড়াও। তাঁর দাবি তিনিও এর শিকার। আগে বহু সময় তাঁকে অনেক ছবিতে সই করানোর পরও বের করে দেওয়া হয়েছে, এই বলে যে প্রযোজকের কাছে অন্য নায়িকার নাম সুপারিশ করা হয়েছে। প্রথমে খারাপ লেগেছে, কেঁদেছি, তারপর ফের ঘুরে দাঁড়িয়েছি, মন্তব্য প্রিয়ঙ্কার।
কর্ণকে স্বজনপোষণের মাথা এবং বলিউডের ‘মুভি মাফিয়া’ বলে তোপ দাগেন কঙ্গনা। তখন অনেকে তাঁর সমর্থনে কথা বললেও, আলিয়ার মতো তারকারা বলেছিলেন তারকা সন্তান মানেই তাঁদের পথচলা খুব মসৃণ এমন নয়। শেষপর্যন্ত প্রতিভাই শেষ কথা বলে। এবিষয়ে অবশ্য প্রিয়ঙ্কাও একমত। যার ভেতর প্রতিভা আছে, ক্ষমতা আছে, সাফল্য তাঁকে ছোঁবেই। সেইজন্যে আজ হলিউডেও সফল পিগি চপস। সামনেই মুক্তি পাচ্ছে তাঁর ‘বেওয়াচ’ ছবিটি। সেখানে তাঁর বিপরীতে অভিনয় করেছেন দেওয়ানে জনসন, জ্যাক এফরন।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement