(Source: ECI/ABP News/ABP Majha)
Priyanka Chopra: ৩০ বছর বয়সেই নিজের ডিম্বানু সংগ্রহ করে রেখেছিলেন প্রিয়ঙ্কা চোপড়া!
Priyanka Chopra: নিজের সম্পর্কে চাঞ্চল্য়কর তথ্য় প্রকাশ্য়ে আনলেন পিগি চপস।
কলকাতা: গত বছর ১৫ই জানুয়ারী'দেশি গার্ল'-এর কোলে এসেছিল কন্যাসন্তান। সোশ্যাল মিডিয়ায় সন্তানের জন্মের খবর দিয়েছিলেন প্রিয়ঙ্কা। তবে সন্তান পুত্র না কন্যা সেই কথা উল্লেখ করেননি নায়িকা। কেবল মা-বাবা হওয়ার খবরটুকুই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছিলেন তিনি। তারপর ইনস্টাগ্রামে একটি পোস্টে প্রিয়ঙ্কা চোপড়া লেখেন, 'আমরা অত্যন্ত উচ্ছ্বাসের সঙ্গে নিশ্চিত করছি যে আমরা সারোগেসির মাধ্যমে এক সন্তান এনেছি। এই বিশেষ সময়ে শ্রদ্ধার সঙ্গে সকলের কাছ থেকে ব্যক্তিগত সময় চেয়ে নিচ্ছি কারণ এখন আমরা পরিবারে বেশি নজর দিতে চাই। অসংখ্য ধন্যবাদ।'
সম্প্রতি তিনি প্রকাশ্য়ে আনলেন আরও এক খবর। তিনি জানালেন মা মধু চোপড়ার পরামর্শে তিনি ৩০ বছর বয়সেই নিজের ডিম্বানু সংরক্ষণ করে রেখেছিলেন।
তিনি জানান, 'আমি সম্পূর্ণভাবে স্বাবলম্বী হয়ে সন্তান নিতে চেয়েছিলাম, তাই কেরিয়ারের একটি নির্দিষ্ট জায়গার পৌঁছনোর জন্য় আমাকে অনেকটা সংগ্রাম করে হয়েছে। পাশাপাশি, তখনও আমার জীবনে এমন কেউ আসেনি যার সঙ্গে আমি সন্তান নেওয়ার কথা ভাবতে পারব। তাই মায়ের সঙ্গে আলোচনা করেই আমি নিজের ডিম্বানু সংরক্ষণ করে রেখেছিলাম।'
আরও পড়ুন...
এবার নিজের 'বেডটাইম স্টোরি' অনুরাগীদের সঙ্গে শেয়ার করলেন প্রিয়ঙ্কা
সম্প্রতি, নিজের 'বেডটাইম স্টোরি' অনুরাগীদের সঙ্গে শেয়ার করলেন প্রিয়ঙ্কা চোপড়া। সম্প্রতি, নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে 'বেডটাইম স্টোরি' ক্য়াপশান দিয়ে একটি ছবি পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে, তাঁর ছোট্ট কন্য়া মালতি মেরি অকাতরে ঘুমোচ্ছে। এর পাশাপাশি নিক জোনাসও তাঁর ও মালতির জুতোর ছবি পোস্ট করে লিখেছেন ড্য়াডি-ডটার অর্থাৎ বাবা-মেয়ে। আর এই ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গেই কমেন্টের ও লাইক ভরে যায়।
তারকা দম্পতি প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra) ও নিক জোনাসের (Nick Jonas) কোল আলো করে এসেছিল তাঁদের প্রথম সন্তান (First Child)। তাঁদের পোস্ট দেখে স্বভাবতই উচ্ছ্বসিত হয়েছিল অনুরাগীরাও। সঙ্গে সঙ্গে শুভেচ্ছার বন্যা বয়ে যাচ্ছিল নতুন অভিভাবকের পোস্টে। শুভেচ্ছা জানিয়েছিলেন একাধিক টিনসেল তারকাও। বর্তমানে মাতৃত্বের স্বাদ, অভিভাবকত্বের স্বাদ একান্তের উপভোগ করছেন নিক-প্রিয়ঙ্কা।
কিছুদিন আগে, একরত্তি মেয়ে মালতীর সঙ্গে ইনস্টাগ্রামে ছবি শেয়ার করেছেন প্রিয়ঙ্কা চোপড়া। যেখানে দেখা যাচ্ছিল, তাঁর কোলে বসে ছোট্ট মালতী। এক মনে পাতা উল্টে চলেছে ম্যাগাজিনের। কিছু পড়তে না পারলেও পড়াশোনায় মগ্ন খুদে। সোশ্যাল মিডিয়ায় স্টেটাসে নায়িকার এই ছবি দেখে মুগ্ধ হয়েছিলেন অনুরাগীরা। প্রিয়ঙ্কা যেন আর ৫ জনের মতোই সাধারণ মা। আর অবসব যাপনে তাঁর সঙ্গী পুতুল পুতুল মেয়ে।