Priyanka Chopra: কেন বারবার প্রিয়ঙ্কার হাতছাড়া হয়ে যাচ্ছিল একের পর এক ছবি? খোলসা করলেন মধু চোপড়া
Priyanka Chopra: একটা সময় একের পর এক ছবি হাতছাড়া হয়েছে পিগি চপসের।
কলকাতা: কোনও না কোনও কারণে প্রায়শই খবরের শিরোনামে থাকেন প্রিয়ঙ্কা চোপড়া। আর এবার প্রিয়ঙ্কাকে নিয়ে মুখে খুললেন তাঁর মা মধু চোপড়া। সম্প্রতি তিনি জানান, প্রিয়ঙ্কা প্রথম থেকেই অত্য়ন্ত পেশাদার জীবন বজায় থেকে চলতে ভালবাসেন। তিনি আরও বলেন, তিনিও এই ইন্ডাস্ট্রিতে কাজ করতেন, তাই প্রিয়ঙ্কার আর্থিক ও আইনি বিষয় তিনিই তদারকি করতেন। পাশাপাশি তিনি আরও জানান, বেশ কিছু দৃশ্য়ে অভিনয় করবেন না বলে জানিয়েছিলেন বলে, প্রিয়াঙ্কাকে বলিউডে একের পর এক ছবি থেকে বাতিলও করা হয়। কাজ হাতছাড়া হয়ে যাওয়ার বেশ ভেঙেও পড়েছিলেন প্রিয়ঙ্কা। সেইসময় তিনি প্রিয়ঙ্কাকে বাড়িও ফিরে আসতে বলেন ও অন্য় কিছুতে কেরিয়ার তৈরি করার কথা বলেন। কিন্তু অভিনয়ই ছবি প্রিয়ঙ্কার ধ্যান জ্ঞান। তাই একের পর এক বাধা আসার পরই অভিনয়ের মাটি আঁকড়েই পড়ে ছিলেন বলিউডের কাশীবাঈ।
প্রসঙ্গত, কিছুদিন আগেই কন্য়া মালতি মেরিকে নিয়ে ভারতের মাটিতে পা রেখেছেন অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া। নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারে (NMACC) দুই দিন যাবৎ চলা অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন নিক-প্রিয়ঙ্কা।
আরও পড়ুন...
অনিন্দ্যর কথা-সুরে প্রথমবার বাংলা ছবিতে 'নন্দী সিস্টার্স', সৌজন্যে নন্দিতা-শিবপ্রসাদ
সম্প্রতি সামনে এসেছিল আর এক বিতর্ক। শোনা যাচ্ছিল, কর্ণ জোহরের (Karan Johar) জন্যই নাকি বলিউড ছাড়তে হয়েছিল প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra)-কে? যদিও এ নিয়ে কখনও নিজে মুখ খোলেননি অভিনেত্রী। তবে 'নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার'-এর (Nita Mukesh Ambani Cultural Centre or NMACC)-র উদ্বোধনে এসে উদ্বোধনী অনুষ্ঠানে মুখোমুখি হতেই একে অপরকে উষ্ণ অভ্যর্থনা জানালেন প্রিয়ঙ্কা চোপড়া ও কর্ণ জোহর।
এই বিতর্কের জবাব দিয়ে প্রিয়ঙ্কা জানান, “আমি এখন ভাবি আমি কোথায় আছি। আমি যা অনুভব করেছি তা প্রকাশ করতে আমি সক্ষম। যাঁরা আমার সঙ্গে এই ঘটনা ঘটিয়েছিল, আমি তাদের ক্ষমা করে দিয়ে, অনেক এগিয়ে গেছি। এখন আমি শান্তিতে ভালভাবে কাজ করতে পারছি। আর এই কারণেই আমি এবিষয়ে খোলামেলা ভাবে কথা বলতে পারছি।”
তবে বলিউডে নিজের তিক্ত অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছিলেন প্রিয়ঙ্কা। তিনি বলেছিলেন, 'আমায় ইন্ডাস্ট্রিতে একেবারে একঘরে করে দেওয়া হয়েছিল। আমায় অনেকে ইচ্ছাকৃতভাবে কাস্ট করছিলেন না। আমি ক্লান্ত হয়ে পরেছিলাম রাজনীতি সহ্য করতে করতে। আমার একটা বিরতির দরকার ছিল। সেই সুযোগটা আমায় এনে দিল গান।'