Priyanka Chopra: 'মাত্র ৮টা দৃশ্য, তবুও অভিনয়ে রাজি হয়েছিলাম..', কোন সিনেমার স্মৃতি হাতড়ালেন প্রিয়ঙ্কা?
Priyanka Chopra News: মুম্বইয়ের এক অন্ধকার জগৎ-কে তুলে ধরেছিল এই সিনেমা। নায়িকার ভূমিকায় ছিলেন প্রিয়ঙ্কা চোপড়া। নায়িকার ভূমিকায় ছইলেন শাহিদ কপূর

কলকাতা: পায়ে পায়ে ১৬ বছর পূর্ণ করল এই সিনেমা। আর সেই সিনেমার ছবি শেয়ার করে নেওয়ার সঙ্গে সঙ্গে, স্মৃতিচারণায় ফিরে গেলেন নায়িকা। ১৬ বছর আগের কথা। একটা সিনেমার শ্যুটিং করছিলেন তিনি। সেই সময়েই অফার আসে এই সিনেমার। বিশাল ভরদ্বাজের মিস কল দেখে খুব অবাক হয়েছিলে তিনি। ভাবতেও পারেননি, তাঁকে ছবি অফার করে ফোন করবেন পরিচালক। কিন্তু ঘটল সেটাই। 'কমিনে' (Kaminey) সিনেমাটি পার করল ১৬ বছর। আর সেই সিনেমার স্মৃতি সোশ্যাল মিডিয়ায় ফিরিয়ে দিলেন প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra)।
মুম্বইয়ের এক অন্ধকার জগৎ-কে তুলে ধরেছিল এই সিনেমা। নায়িকার ভূমিকায় ছিলেন প্রিয়ঙ্কা চোপড়া। নায়িকার ভূমিকায় ছইলেন শাহিদ কপূর (Shahid Kapoor)। অভিনেত্রী লিখেছেন, যে সময়ে তাঁকে স্যুইটি ভূপে -র চরিত্র অফার করা হয়েছিল, সেই সময়ে তিনি ফ্লোরিডায় শ্যুটিং করছিলেন। সঙ্গে ছিলেন অভিষেক বচ্চন ও জন আব্রাহাম। 'দোস্তানা' সিনেমাটির শ্যুটিং করছিলেন তিনি। পায়ে পায়ে সেই ঘটনার ১৬ বছর পেরিয়ে গিয়েছে। এই সিনেমাকে নিজের কেরিয়ারের অন্যতম মোড় ঘোরানো সিনেমা বলে বিশ্বাস করেন প্রিয়ঙ্কা।
অভিনেত্রীর কথায়, 'আমার যে কমার্শিয়াল ইমেজ ছিল, আমি কখনও ভাবতে পারিনি বিশাল ভরদ্বাজ আমায় কখনও কোনও সিনেমায় কাস্ট করবেন। সেই সময়ে আমায় ফোন করে বিশাল ভরদ্বাজ বলেন, উনি আমার সঙ্গে দেখা করতে চান। উনি আমার সঙ্গে দেখা করতে মায়ামিতে আসেন। আমার মনে আছে, উনি আমায় গল্পটা শোনান, তারপরে আমি বুঝতে পারি, আমার বড়জোর ৮টা দৃশ্য রয়েছে। কিন্তু উনি বলেছিলেন, এই কাজটা করলে অনেক কিছু পাওয়া হবে। উনি ওঁর ওপর বিশ্বাস রাখতে বলেছিলেন।'
প্রিয়ঙ্কা আরও বলেন, 'উনি বলেছিলেন, উনি আমার জন্য বিশেষ কিছু তৈরি করে দেবেন যাতে আমি প্রশংসা পাই আমার কাজটার জন্য। আমি ওঁকে বিশ্বাস করেছিলাম। সত্যি কথা বলতে, আমার ওঁর সঙ্গে কাজ করার লোভ ছিল। এই কাজটা করার বেশ কয়েক বছর পরে, আমরা 'সাত খুন মাফ' নামে আরও একটি সিনেমায় কাজ করি। কমিনে আমার কেরিয়ারের অন্যতম মোড় ঘোরানো একটা সিনেমা। বিশাল ভরদ্বাজের থেকে আমি অনেক কিছু শিখেছি। কিভাবে চরিত্রের জন্য নিজেকে প্রস্তুত করতে হয়, কীভাবে রিসার্চ করতে হয়, কীভাবে চরিত্রের কাছে মাথা নত করতে হয়। প্রত্যেকেই প্রত্যেকের জায়গায় অনবদ্য ছিলেন। এখনও বিশ্বাস হয় না.. ১৬ বছর হয়ে গেল কাজটার!'
View this post on Instagram






















