এক্সপ্লোর
এবার গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড দেবেন প্রিয়ঙ্কা

মুম্বই: আরও একটি পালক প্রিয়ঙ্কা চোপড়ার মুকুটে। ২০১৭-র ৭৪তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড বিজেতাদের পুরস্কৃত করবেন তিনি।
গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট খবরটি টুইট করে। সেটি রিটুইট করে প্রিয়ঙ্কা এই প্রস্তাব মেনে নেওয়ার কথা জানিয়েছেন।
We're also pleased to announce Timothy Olyphant, Justin Theroux, and @priyankachopra as presenters for the 74th Golden Globe Awards. pic.twitter.com/7n57woZ2EJ
— Golden Globe Awards (@goldenglobes) December 30, 2016
৮ তারিখের অনুষ্ঠানে বাজিরাও মস্তানি অভিনেত্রী চলচ্চিত্র ও টেলিভিশনের দুনিয়ায় সবথেকে ঝলমলানো তারকাদের হাতে পুরস্কার তুলে দেবেন। তাঁর সঙ্গে থাকবেন অভিনেত্রী অ্যামি শুমের, জো সালডানা ও ব্রি লার্সন।
৩৫ বছরের প্রিয়ঙ্কা মার্কিন টেলিভিশন সিরিয়াল ‘কোয়ান্টিকো’-য় কাজ করে আন্তর্জাতিক পরিচিতি পেয়েছেন। ২০১৭-য় মুক্তি পাবে তাঁর প্রথম হলিউডি ছবি ‘বেওয়াচ’।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন























