Prosenjit Chatterjee: করোনামুক্ত প্রসেনজিৎ, সোশ্যাল মিডিয়ায় চিকিৎসক, অনুরাগীদের ধন্যবাদ জানালেন অভিনেতা
করোনামুক্ত প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজেই জানালেন 'টলিউডের ইন্ডাস্ট্রি'। গত ১২ জানুয়ারি করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি।
কলকাতা: করোনামুক্ত প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজেই জানালেন 'টলিউডের ইন্ডাস্ট্রি'। গত ১২ জানুয়ারি করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি।
আজ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন প্রসেনজিৎ। সেখানে তিনি লিখেছেন, 'ভগবানের দয়ায় আমি কোভিড ১৯-এর প্রকোপ থেকে সেরে উঠেছি। প্রত্যেকের শুভকামনার জন্য অসংখ্য ধন্যবাদ। চিকিৎসক সপ্তর্ষির কাছে আমি কৃতজ্ঞ। অসুস্থতার সময় তিনি আমায় যেভাবে সাহায্য করেছেন ও পরামর্শ দিয়েছেন তার জন্য আমি কৃতজ্ঞ। চিকিৎসক শীলের কাছেও আমি কৃতজ্ঞ। এত বছর দরে যখন, যেভাবে প্রয়োজন হয়েছেন তিনি আমার পাশে থেকেছেন।' প্রসেনজিতের এই খবরে খুশি তাঁর অনুরাগীরাও। কমেন্টবক্সে উপচে পড়েছে শুভেচ্ছাবার্তা।
আরও পড়ুন: কোলে খেলা করছে ছোট্ট কুকুরছানা, শাশ্বতর 'পজিটিভ' ছবিতে মুগ্ধ নেটদুনিয়া
গত ১২ জানুয়ারি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে প্রসেনজিৎ জানিয়েছিলেন, তিনি করোনা আক্রান্ত। নিজের বাড়িতেই আইসোলেশনে ছিলেন অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় অভিনেতা লিখেছিলেন, 'দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমার কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে আমি আপাতত নিজের বাড়িতেই নিভৃতবাসে রয়েছি। আশা করছি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব।' প্রসেনজিতের এই পোস্টে তাঁর সুস্থতা কামনা করেছিলেন টলিউডের প্রায় প্রত্যেক তারকারাই।
প্রসেনজিতের এই ট্যুইটের কমেন্টে মজার মন্তব্য করেছিলেন দেব (Dev)। তিনি লেখেন, 'আমাদের ক্লাবে আপনাকে স্বাগত দাদা।' প্রসঙ্গত সম্প্রতি করোনা আক্রান্ত হয়েছিলেন দেব। করোনা আক্রান্ত হয়েছিলেন রুক্মিণী মৈত্রও। ৪ দিনের মাথাতেই করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে দেবের। কিন্তু সুরক্ষার জন্য আরও কয়েকটা দিন নিভৃতবাসেই ছিলেন দেব।
সম্প্রতি জন্মদিন গিয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের। সোশ্যাল মিডিয়ায় কিংবদন্তির সঙ্গে পুরনো ছবি শেয়ার করে জন্মদিনে প্রয়াত অভিনেতাকে স্মরণ করেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
কেবল প্রসেনজিৎ নয়, করোনা আক্রান্ত হয়েছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়ও। এর আগে একের পর এক করোনার থাবায় আক্রান্ত হয়েছিলেন টলিউডের একাধিক অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে সঙ্গীতশিল্পীরা। তবে তাঁদের মধ্যে অধিকাংশই সুস্থ হয়ে কাজে ফিরেছেন। আজ নিজের সুস্থতার বার্তা দিলেন প্রসেনজিৎও।