Prosenjit-Laboni: বয়সে বড় প্রসেনজিতের মায়ের চরিত্রে অভিনয়, সেটে একটি বিশেষ নিয়ম মানতেন লাবণী
Prosenjit-Laboni Story: এই ছবিতে বাংলাদেশের অভিনেতা আবদুর রজ্জাক-এর অভিনয় করেছেন প্রসেনজিৎ। সেই অভিজ্ঞতা কখনও ভোলার নয় বলে বর্ণনা করেন প্রসেনজিৎ।

কলকাতা: 'অন্যায় অত্যাচার' ছবির সেই সংলাপ, 'আমার বাবার নাম অন্যায় আর মায়ের নাম অত্যাচার। আর এই অন্যায় অত্যাচারের মধ্যেই আমার জন্ম।' আজ 'এক মিনিটে প্রসেনজিৎ' সিরিজে পুরনো ছবির স্মৃতি ফিরিয়ে আনলেন টলিউডের ইন্ডাস্ট্রি। ভাগ করে নিলেন ছোট ছোট অভিজ্ঞতার কথা।
সোশ্য়াল মিডিয়ায় আজ 'অন্যায় অত্যাচার' ছবির কিছু অভিজ্ঞতা বলেছেন প্রসেনজিৎ। এই ছবিতে বাংলাদেশের অভিনেতা আবদুর রজ্জাক (Abdur Rajjack)-এর অভিনয় করেছেন প্রসেনজিৎ। সেই অভিজ্ঞতা কখনও ভোলার নয় বলে বর্ণনা করেন প্রসেনজিৎ। অন্যদিকে এই ছবিতে প্রসেনজিৎ-এর মায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন লাবণী সরকার (Laboni Sarkar)। ২০০৪ সালে মুক্তি পেয়েছিল এই ছবি। লাবণী প্রসেনজিৎতের থেকে বয়সে অনেক ছোট। কিন্তু চরিত্রের জন্য অন ক্যামেরা অনেকবারই প্রসেনজিৎ পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলেন লাবণীকে।
আরও পড়ুন: Nusrat-Shah Rukh Khan: লাল শাড়িতে লাস্যময়ী নুসরত মনে করালেন সুস্মিতাকে, দেখে অবাক শাহরুখ!
প্রসেনজিৎ জানান, যে শটে ক্যামেরার সামনে তিনি লাবণীকে পায়ে হাত দিয়ে প্রণাম করতেন, সেই শট হয়ে যাওয়ার পরেই লাবণী এসে পাল্টা পায়ে হাত দিয়ে প্রণাম করে যেতেন প্রসেনজিৎকে। বয়সে বড় অভিনেতার থেকে ক্যামেরার সামনেও প্রণাম নিতে নারাজ ছিলেন লাবণী।
View this post on Instagram
সেই সময়ে যথেষ্ট সাফল্য পেয়েছিল এই ছবি। বাণিজ্যিক ছবিতে প্রসেনজিৎ তখন সফলতার শীর্ষে। এই ছবির সংলাপ, অভিনয় এখনও মনে আছে দর্শকদের।























