Nusrat-Shah Rukh Khan: লাল শাড়িতে লাস্যময়ী নুসরত মনে করালেন সুস্মিতাকে, দেখে অবাক শাহরুখ!
Nusrat-Shah Rukh Khan Video: আসলে গোটাটাই এটিডিং-এর খেলা। সোশ্যাল মিডিয়ায় একটি ছোট্ট রিল শেয়ার করে নিয়েছেন নুসরত। লাল শাড়ি, খোলামেলা ব্লাউজে নুসরত জাহান নাকি সুস্মিতা সেন

কলকাতা: 'পাঠান ২'-এর নায়িকা হতে চেয়েছিলেন মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। কিন্তু শাহরুখ খান (Shah Rukh Khan) নিজের নায়িকা হিসেবে বেছে নিলেন নুসরত জাহান (Nusrat Jahan)-কে! সোশ্যাল মিডিয়ায় সেই টুকরো ভিডিও শেয়ার করে নিলেন নুসরত। লাল শাড়িতে নুসরতকে দেখে অবাক শাহরুখ আর জায়েদ খান (Zayed Khan)।
আসলে গোটাটাই এটিডিং-এর খেলা। সোশ্যাল মিডিয়ায় একটি ছোট্ট রিল শেয়ার করে নিয়েছেন নুসরত। লাল শাড়ি, খোলামেলা ব্লাউজে নুসরত জাহান নাকি সুস্মিতা সেন (Sushmita Sen)? বঙ্গকন্যা যেন মনে করাচ্ছেন 'ম্যায় হুঁ না'-র আরেক বঙ্গকন্যাকে। ছবির সেই কিংবদন্তি গান মিউজিকের সঙ্গে সঙ্গে ভেসে এল শাহরুখের জায়েদ খানকে বলা সেই সংলাপ, 'মুহ তো বন্ধ করো আঙ্কেল'। দুটি ভিডিওকে এমনই সুন্দরভাবে জোড়া হয়েছে যেন শাহরুখ আর জায়েদ অবাক নুসরতকে দেখেই।
অন্যদিকে সদ্য নিজের কমিক চরিত্র বানানোর ছাঁচে গা ভাসিয়েছিলেন নুসরতও। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছিলেন নিজের বিভিন্ন অবতারের ছবি।
View this post on Instagram
আরও পড়ুন: Shiboproshad on World Cup: আর্জেন্তিনা বনাম ফ্রান্স, দুই খুদেকে নিয়ে ফুটবল জ্বরে কাবু শিবপ্রসাদ
View this post on Instagram
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
