Prosenjit on Youth Day: 'তাঁর বাণী আজও এগিয়ে চলার পথ দেখায়', স্বামীজীকে স্মরণ প্রসেনজিতের
সোশ্যাল মিডিয়ায় স্বামী বিবেকানন্দের বাণী ভাগ করে নিয়েছেন 'টলিউডের ইন্ডাস্ট্রি' প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়। প্রসেনজিৎ লিখেছেন, 'তাঁর বাণী আজও এগিয়ে চলার পথ দেখায়'।
কলকাতা: আজ যুবদিবস (Nationam Youth Day)। স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় তাঁর বাণী ভাগ করে মহাপুরুষকে স্মরণ করেছেন অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে অনেক সাধারণ মানুষও। সোশ্যাল মিডিয়ায় স্বামী বিবেকানন্দের বাণী ভাগ করে নিয়েছেন 'টলিউডের ইন্ডাস্ট্রি' প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায় (Prosenjit Chatterjee)।
আজ সোশ্যাল মিডিয়ায় স্বামী বিবেকানন্দের ছবি ভাগ করে নিয়েছেন প্রসেনজিৎ। সেইসঙ্গে লিখেছেন তাঁর বিখ্যাত বাণী, 'ওঠো, জাগো, লক্ষ্যে না পৌঁছনো পর্যন্ত থেমো না।' সেইসঙ্গে প্রসেনজিৎ লিখেছেন, 'তাঁর বাণী আজও এগিয়ে চলার পথ দেখায়'।
সোশ্যাল মিডিয়ায় সদ্য বীরভূমের গড়গড়ি গ্রামের মেয়ে সোনামণির জন্য ভিডিও বার্তা পাঠিয়েছিলেন প্রসেনজিৎ। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি গড়গড়ি গ্রাম থেকে একটি ভিডিও পোস্ট করেছিলেন শিলাজিৎ। সেখানেই দেখা মিলেছিল সোনামণির। ভিডিওটি সরাসরি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে উদ্দেশ্য করে বানানো। সেখানে শিলাজিতে বলতে শোনা গিয়েছিল যে তিনি সোনামণিকে অনেক বুঝিয়েছেন, কিন্তু সোনামণির একরোখা জেদ। নায়ককে তিনি একবার ছুঁয়ে দেখবেন, প্রণাম করবেন। নিজে মুখে ভিডিওতে সেই কথা বলেনও সোনামণি। বারবার প্রসেনজিতের উদ্দেশে তাঁর কাতর আবেদন, 'তুমি সময় করে একবার গড়গড়িতে এসো।' শিলাজিৎ সেই ভিডিওটি ট্যাগ করে দেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও তাঁর ফ্যানপেজকে।
সোনামণির সেই বার্তা অচিরেই পৌঁছেছে তাঁর 'ভগবান'-এর কাছে। তাঁর জন্য ভিডিও বার্তা পাঠালেন টলিউডের 'ইন্ডাস্ট্রি' স্বয়ং। শিলাজিৎকে ভিডিও আপলোড করার জন্য প্রথমেই ধন্যবাদ জানিয়ে প্রসেনজিৎ বলছেন, 'ভিডিওটা দেখে আমি অভিভূত। তোমার কথাগুলো আমায় ছুঁয়ে গিয়েছে সোনামণি। আসলে তোমাদের এই ভালোবাসা আছে বলেই আমি আছি। তোমরা আমার শক্তি, আমার প্রেরণা। আমার পাশে থেকো, সঙ্গে থেকো। আমায় এভাবেই ভালোবেসো। চারিদিকের করোনা পরিস্থিতি একটু সামলালেই আমি তোমাদের কাছে যাব, তোমাদের সঙ্গে কিছুটা সময় কাটাব। তোমরা আমায় মনে রেখো, আশীর্বাদ করো। তুমি এবং তোমার গ্রামের সবাই ভালো থাকুন।'
আজ স্বামী বিবেকানন্দর ১৬০তম জন্মদিন। আজ সিমলা স্ট্রিটে স্বামীজীর বাসভবনে পালন করা হয় বিশেষ অনুষ্ঠান। তবে করোনা পরিস্থিতিতে বাড়ির ভিতরে ভক্তদের প্রবেশ নিষেধ। তাঁদের জন্য বাইরেই শ্রদ্ধা জানানোর ব্যবস্থা করা হয়েছে । স্বামী বিবেকানন্দের জন্মদিনে শ্রদ্ধা জানাতে সিমলা স্ট্রিটে যাওয়ার কথা বিজেপি ও তৃণমূল নেতাদের। সূত্রের খবর আজ স্বামীজীর জন্মভিটেতে আসতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
স্বামী বিবেকানন্দের জন্মদিন ও স্বাধীনতার ৭৫ বছর, এই উপলক্ষে রামকৃষ্ণ মিশন ও কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রক একগুচ্ছ অনুষ্ঠানের পরিকল্পনা করেছে। এই অনুষ্ঠান ও বিভিন্ন কর্মসূচি চলবে আগামী ১৫ অগাস্ট পর্যন্ত। আজ স্বামী বিবেকানন্দর জন্মদিন এই উপলক্ষে ভার্চুয়াল মাধ্যমে বক্তৃতা দেবেন প্রধানমন্ত্রী। সকালেই ট্যুইটারে যুগনায়কের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লেখেন, ' আমি মহান স্বামী বিবেকানন্দকে তাঁর জয়ন্তীতে শ্রদ্ধা জানাই। তাঁর জীবন ছিল জাতি গঠনের জন্য নিবেদিত। তিনি তরুণদের দেশ গঠনের কাজ করতে অনুপ্রাণিত করেছেন। আমাদের জাতির জন্য তিনি যে স্বপ্ন দেখেছিলেন তা পূরণ করতে আসুন আমরা একসাথে কাজ করে যাই।