Prosenjit Weds Rituparna: নির্ধারিত দিনের আগেই ফাঁস প্রসেনজিৎ-ঋতুপর্ণার বিয়ের রহস্য!
Prosenjit- Rituparna: চলতি বছরের ভ্যালেন্টাইন্স ডে অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি একটা পোস্ট থেকেই শুরু হয়েছিল এই রহস্য। সেই পোস্ট করেছিলেন নায়ক নায়িকা খোদ
![Prosenjit Weds Rituparna: নির্ধারিত দিনের আগেই ফাঁস প্রসেনজিৎ-ঋতুপর্ণার বিয়ের রহস্য! Prosenjit Weds Rituparna: Prosenjit Chatterjee and Rituparna Sengupta reveled their secret of marriage, know in details Prosenjit Weds Rituparna: নির্ধারিত দিনের আগেই ফাঁস প্রসেনজিৎ-ঋতুপর্ণার বিয়ের রহস্য!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/10/17f2f4a73c5724487b8c32849d4ab31f166539980876149_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: ফের বিয়ে করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) আর ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)! চলতি বছরের ভ্যালেন্টাইন্স ডে অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি একটা পোস্ট থেকেই শুরু হয়েছিল এই রহস্য। সেই পোস্ট করেছিলেন নায়ক নায়িকা খোদ।
এরপর সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে বিয়ের তারিখ। সেখান থেকেই অনেকে আন্দাজ করেছিলেন, এটি একটি ছবির প্রচার। নতুন ছবি আসতে চলেছে, যাঁর সঙ্গে যুক্ত রয়েছেন প্রসেনজিৎ ও ঋতুপর্ণা। কিন্তু এই পর্যন্তই। এর থেকে বেশি জানা যায়নি কিছুই। কেবল স্পষ্ট বার্তা ছিল, যাবতীয় উত্তর পাওয়া যাবে ২৫ নভেম্বর।
তবে ততদিন অপেক্ষা করতে হল না অনুরাগীদের। আজ সোশ্যাল মিডিয়া পোস্টে রহস্য অনেকটাই উন্মোচিত। এই গল্পে বিয়ে রয়েছে বটে তবে তা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) আর ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)-র নয়, বড়পর্দায় এই বিয়ে করতে চলেছেন অভিনেতা ঋষভ বসু (Rishav Basu) ও অভিনেত্রী ঈপ্সিতা মুখোপাধ্যায় (Ipshita Mukherjee)।
আরও পড়ুন: Uttam Kumar Laxmi Puja: নিয়ম মেনে বাড়ির পুজোয় বসলেন গৌরব, পাশে রইলেন দেবলীনা
এবিপি লাইভের ফোনের ওপার থেকে ঋষভের গলা কিছুটা উচ্ছসিতই শোনাল। অভিনেতা বললেন, 'গোটা টিমের পরিকল্পনা হয়েছিল ছবির কথা এভাবেই ঘোষণা করব। 'প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা'-এক্কেবারে পারিবারিক একটা ছবি। হিরো আছে, ভিলেন আছে, গান আছে... আর এই সমস্ত কিছু আমাদের ফিরিয়ে নিয়ে যাবে নব্বইয়ে দশক থেকে শুরু করে দুহাজারের নস্ট্যালজিয়ায়। ছবির নায়ক নায়িকা হিসেবে আমি আর ঈপ্সিতা থাকলেও বুম্বাদা আর ঋতুদিও ছবিতে থাকছেন। চিত্রনাট্যে টেনে আনা হয়েছে ওঁদের সব পুরনো ছবির কথাকে। পরিচালনার দায়িত্বে রয়েছেন সম্রাট শর্মা (Samrat Sharma)। প্রযোজনা করছে বুম্বাদার সংস্থা।'
তাহলে কি ছবির প্রসেনজিৎ ঋষভই? হেসে ফেলে অভিনেতার উত্তর, 'আমার আর ঈপ্সিতার নামটা ক্রমশ প্রকাশ্য।'
View this post on Instagram
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)