Uttam Kumar Laxmi Puja: নিয়ম মেনে বাড়ির পুজোয় বসলেন গৌরব, পাশে রইলেন দেবলীনা
Laxmi Puja 2022: এই বাড়ির নিয়ম হল, লক্ষ্মীপুজোর সকালে গঙ্গাস্নান করে গঙ্গাজল তুলে নিয়ে আসেন বাড়ির মেয়েরা। পুজো হয় সেই জলেই
কলকাতা: অন্যান্য অনেক বাড়িতে লক্ষ্মীপুজো হলেও এই বাড়ির পুজো একটু বিশেষ। কথিত আছে, এই বাড়ির প্রতিমার মুখ তৈরি হয় কিংবদন্তি উত্তম কুমারের স্ত্রী গৌরীদেবীর মুখের আদলে। এই বাড়ির পুজো উত্তমকুমারেরই চালু করা। আর সেই ধারাকেই বংশ পরম্পরায় বয়ে নিয়ে চলেছেন তাঁর বংশের সবাই। এখন এই পুজোর দায়িত্ব পালন করেন অভিনেতা গৌরব চট্টোপাধ্যায় (Gaurav Chatterjee) ও পুত্রবধূ দেবলীনা কুমার (Devleena Kumar)।
এই বাড়ির নিয়ম হল, লক্ষ্মীপুজোর সকালে গঙ্গাস্নান করে গঙ্গাজল তুলে নিয়ে আসেন বাড়ির মেয়েরা। পুজো হয় সেই জলেই। গৌরব বলছেন, 'গত ২ বছর করোনার কারণে দেবলীনা গঙ্গায় যেতে পারেনি। এইবছর প্রথম ও গঙ্গাস্নানে গিয়েছিল। ওর আনা গঙ্গাজল দিয়েই পুজো হবে।'
আরও পড়ুন: Top Entertainment News Today: মা হলেন নয়নতারা, লক্ষ্মী আরাধনায় টলিউড, বিনোদনের সারাদিন
কেবল শ্বশুড়বাড়ির পুজো নয়, দেবলীনার নাচের স্কুলেও পুজো হয়। অভিনেত্রী বলছেন, 'লক্ষ্মীপুজো ভালোবাসতাম বলেই নাচের স্কুলে পুজো শুরু করেছিলাম। ভগবান বোধহয় আমার ভালোবাসার কথা বুঝেছিলেন বলেই এমন একটা বাড়িতে বিয়ে দিলেন, যেখানে এত বড় করে দুর্গাপুজো হয়।'
গৌরব যোগ করলেন, 'আমাদের এতদিন সবকিছু সামলাতে সামলাতে অভ্যাস হয়ে গিয়েছে। দেবলীনা দুটো দিক সামলায়, ওর ওপর বেশি চাপ পড়ে। তবুও সবকিছু করে দেবলীনা সামলে নেয় ঠিক।'
কোজাগরী কথার অর্থ, কে জাগরী বা কে জাগে রে। রীতি মেনে এই পুজোর দিনে সারারাত জেগে প্রদীপ জ্বালিয়ে রাখতে হয়। তাতেই নাকি বাড়িতে আসেন মা লক্ষ্মী। দেবলীনা বলছেন, 'রীতি মেনে আমরা কোজাগরীর দিন সারা রাত জাগি। আমার শ্যুটিং ছিল সেটা বাতিল করে দিয়েছি। দুর্গাপুজোর পরে আমাদের মন খারাপ কমিয়ে দেল লক্ষ্মীপুজো।'