Protest Against Pathaan: কর্ণাটকে 'পাঠান' বয়কটের দাবিতে পোস্টার হাতে মিছিল বিশ্ব হিন্দু পরিষদের
Protest Against Film Pathaan: বিতর্ককে মাথায় রেখে ছবির একাধিক দৃশ্য বাদ বা পরিবর্তন করতে বলেছে সেন্সর বোর্ড। সেই সমস্ত দাবি মেনে, ছবি পরিবর্তন করেই আজ মুক্তি পেয়েছে 'পাঠান'।
মুম্বই: এক দেশ, দুই ছবি। একদিকে যখন 'পাঠান' (Pathaan) নিয়ে উন্মাদনা চলছে গোটা দেশ জুড়ে, অন্যদিকে তখন 'বয়কট পাঠান' (Boycott Pathaan)-এর পোস্টার নিয়ে কর্ণাটকে রাস্তায় নামল বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা। এই ছবি বয়কটের দাবি জানিয়ে পোস্টার হাতে রাস্তায় হেঁটেছেন সদস্যরা। এর আগে অবশ্য বিশ্ব হিন্দু পরিষদের তরফে অবশ্য জানানো হয়েছিল, বাধা দেওয়া হবে না 'পাঠান'-ছবিকে।
ইতিমধ্যেই বিভিন্ন বিতর্ককে মাথায় রেখে একাধিক পরিবর্তন করা হয়েছে এই ছবিতে। এই মর্মে বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে জানানো হয়েছিল, এই ছবিটি দেখার পরে যদি আপত্তিকর কিছু মনে হয়, তাহলে ছবির বিরোধিতার বিষয়টা আমরা ভেবে দেখব।' এর আগে গুজরাতের বিশ্ব হিন্দু পরিষদও এই ছবির ওপর থেকে আপত্তি তুলে নিয়েছিল। কিন্তু আজ কর্ণাটটে 'বয়কট পাঠান' পোস্টার নিয়ে মিছিল করা হয়।
বিতর্ক শুরু হয়েছিল দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)-এর গেরুয়া বিকিনি ও বেশরম রঙ গানের একাধিক দৃশ্য নিয়ে। এরপর সেই বিতর্ককে মাথায় রেখে ছবির একাধিক দৃশ্য বাদ বা পরিবর্তন করতে বলেছে সেন্সর বোর্ড। সেই সমস্ত দাবি মেনে, ছবি পরিবর্তন করেই আজ মুক্তি পেয়েছে 'পাঠান'।
#WATCH | Karnataka: VHP (Vishwa Hindu Parishad) supporters protest against the release of Shah Rukh Khan's movie 'Pathaan' in Bangalore, burn posters pic.twitter.com/K5L2xB4xBl
— ANI (@ANI) January 25, 2023