Allu Arjun: পাথর ছোঁড়া, ভাঙচুর.. অল্লু অর্জুনের বাড়ির সামনে চূড়ান্ত উত্তেজনা বিক্ষোভকারীদের! 'পুষ্পা' বললেন...
Allu Arjun News Update: হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে আয়োজন করা হয়েছিল একটি প্রিমিয়ারের। সেখানেই হঠাৎ হাজির হন অল্লু অর্জুন।
কলকাতা: বিতর্ক আর অল্লু অর্জুন (Allu Arjun)। এই দুই যেন মুদ্রার এপিঠ ওপিঠ হয়ে উঠেছে। শনিবারই হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে মৃত্যুর ঘটনায় বিতর্কিত মন্তব্য করার অভিযোগ উঠেছিল অল্লু অর্জুনের বিরুদ্ধে। আর এবার, অল্লু অর্জুনের বাড়ির সামনে ভাঙচুর করলেন বিক্ষোভকারীরা। ছোঁড়া হল পাথরও। একদিকে যেমন বক্সঅফিসে দাপট দেখাচ্ছে 'পুষ্পা ২', তেমনই পাল্লা দিয়ে তাঁকে ঘিরে বাড়ছে বিতর্ক। এই বিতর্কের শুরু ঠিক কোথায়? একবার দেখে নেওয়া যাক।
হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে আয়োজন করা হয়েছিল একটি প্রিমিয়ারের। সেখানেই হঠাৎ হাজির হন অল্লু অর্জুন। হল মালিকদের পক্ষ থেকে বলা হচ্ছে যে ছবির প্রিমিয়ারে অল্লু নিজে উপস্থিত হবেন তা আগে থেকে জানানো হয়নি তাদের, ফলে জনসমাগম সামলানোর পরিকাঠামো বা ব্যবস্থাপনা করতে পারেননি তারা। অল্লু অর্জুনের টিমের তরফ থেকে কেন পুলিশকে জনসমাগমের বিষয়ে আগে থেকে যথাযথভাবে অবগত করা হয়নি, সেই অভিযোগ উঠেছিল অভিনেতা ও তাঁর টিমের বিরুদ্ধে। আর এর পরে, অভিনেতাকে গ্রেফতার করা হয়েছিল। এক রাত জেলেই কাটাতে হয়েছিল অল্লু অর্জুনকে। তবে এর আগেই অবশ্য অল্লু অর্জুন জানিয়েছিলেন তিনি ওই পরিবারকে ২৫ লাখ টাকা দিতে চান। ঘটনায় গুরুতর আহত হয় ওই মহিলার ৯ বছরের পুত্রও। অল্লু অর্জুন ঘোষণা করেছিলেন তিনি ওই ছেলেটির চিকিৎসার যাবতীয় দায়িত্ব নিতে চান। তিনি ওই পরিবারের সঙ্গেও দেখা করতে চেয়েছিলেন, তবে পরে জানিয়েছিলেন, আইনি জটিলতায় তিনি দেখা করতে পারেননি।
এরপরে তেলঙ্গনার মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, অল্লু অর্জুন নাকি মহিলার মৃত্যুর কথা শুনে বিতর্কিত মন্তব্য করেন। মহিলার মৃত্যুর খবর পেয়ে তিনি নাকি মুচকি হেসে বলেছিলেন, 'এবার ছবি হিট হবে।' আর এই ঘটনার পরেই অল্লু অর্জুন একটি সাংবাদিক সম্মেলন করে জানান, তিনি এই ধরণের কথা একেবারেই বলেননি। এই ধরণের কথা প্রচার করে তাঁর চরিত্র হননের চেষ্টা করা হচ্ছে। তিনি জানিয়েছিলেন, তাঁকে নিয়ে অনেক মিথ্যে প্রচার হচ্ছে। সমস্ত কথায় যেন কান না দেওয়া হয়।
আর আজ, রবিবার অল্লুর হায়দরাবাদের জুবিলি হাউসের বাড়িতে বিক্ষোভ দেখানোর সময় এক দল মানুষ পাথর ছুড়েছেন বলে অভিযোগ। রবিবার অল্লু সমাজমাধ্যমে নিজের অনুরাগীদের উদ্দেশে বার্তা দিয়ে সকলকে শান্ত থাকার অনুরোধ জানান। ইনস্টাগ্রামে অল্লু লেখেন, ‘আমি আমার সকল অনুরাগীদের অনুরোধ জানাব, তাঁরা যেন আবেগ প্রকাশের সময় দায়িত্বজ্ঞান বজায় রাখেন, যেমন তাঁরা সব সময়ই করে থাকেন এবং অনলাইন বা অফলাইনে কোনও অশালীন মন্তব্য বা আচরণ করা থেকেও বিরত থাকুন।’ শুধু তাই নয়, অল্লু হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন কোনও ভুয়ো প্রোফাইল থেকে তাঁর অনুরাগী সেজে যদি কেউ এমন কোনও কাজ করেন তা হলে আইনি পদক্ষেপ করতে বাধ্য হবেন তিনি। নিজের ভক্তদের উদ্দেশে তাঁর অনুরোধ, ‘এ ধরনের কোনও পোস্টের সঙ্গে জড়িয়ে পড়বেন না।‘ ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ৮ অভিযুক্তকে।
View this post on Instagram