Puja 2022: বাঙালিয়ানা! ছেলেকে নিয়ে বিজয়ার শুভেচ্ছা জানালেন দিয়া মির্জা
Durga Puja 2022: গতবছর মা হয়েছেন দিয়া মির্জা। বৈভব রেখির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন দিয়া। বিয়ের দেড় মাসের মধ্যেই অন্ত্বস্বঃত্তা হওয়ার খবর দেন দিয়া

মুম্বই: একরত্তি ছেলেকে কোলে নিয়ে দুর্গাপুজোর শুভেচ্ছা জানালেন বলিউড অভিনেত্রী দিয়া মির্জা (Diya Mirza)। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করে নিলেন অভিনেত্রী ।
গতবছর মা হয়েছেন দিয়া মির্জা । বৈভব রেখির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন দিয়া । বিয়ের দেড় মাসের মধ্যেই অন্ত্বস্বঃত্তা হওয়ার খবর দেন দিয়া । এই নিয়ে তাঁকে কম কটাক্ষও শুনতে হয়নি । যদিও সন্তান জন্মের সময় ও তার পরে যথেষ্ট কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছেন দিয়া। সোশ্যাল মিডিয়ায় সেই সব ঘটনার কথা লিখেছিলেন তিনি । জন্মের পরে দীর্ঘদিন সোশ্যাল মিডিয়ায় একরত্তি ছেলের ছবি শেয়ার করে নেননি দিয়া কিন্তু পরবর্তীকালে সোশ্যাল মিডিয়ায় খুদের ছবি শেয়ার করে নিয়েছেন তাঁরা ।
আরও পড়ুন: Ritabhari Chakraborty: পুজোয় ত্রিশূরে ঋতাভরী, নবমীর রাতে ক্যাটরিনার সঙ্গে ফ্রেমবন্দি বঙ্গকন্যা
আজ সোশ্যাল মিডিয়ায় ছেলেকে কোলে নিয়ে মা দুর্গার সঙ্গে একটি ছবি শেয়ার করে নিয়েছেন দিয়া । সেখানে তিনি লিখেছেন, 'শুভ বিজয়া । আশা করে ঈশ্বর আপনাদের মধ্যে থাকা সমস্ত খারাপকে দূরে সরিয়ে দেবেন । আপনি ও আপনার পরিবারের সবাইকে ভালোবাসা ও আলো ।
এই প্রথম নয়, বিভিন্ন উৎসবে ছেলেকে সামিল করে নিতে চান দিয়া মির্জা। খুদের নাম রেখেছেন অভ্যান । ১৫ অগাস্ট সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছিলেন দিয়া । সেখানে খুদের হাতে দেখা গেল পতাকা । ক্যাপশন হিসেবে লিখেছিলেন, 'প্রার্থনা করি তুমি সবসময় এভাবেই স্বাধীন থেকো অভ্যান ।'
২০২১ সালের ফেব্রুয়ারি মাসে ব্যবসায়ী বৈভব রেখির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দিয়া মির্জা। যদিও দ্বিতীয়বার বিয়ের পিঁড়িয়ে বসা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের ট্রোলের মুখে পড়তে হয় অভিনেত্রীকে।
View this post on Instagram






















