Pushpa 2: 'পুষ্পা'-র লক্ষ্য এখন 'বাহুবলী', 'জওয়ান'-এর রেকর্ড? ইতিমধ্যেই বিক্রি হল কত লাখ টিকিট?
Pushpa 2 News: দেশের তিনটি অন্যতম বড় ন্যাশানাল চেন, পিভিআর, আইনক্স ও সিনেপলিস-এ ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে ১,৫২,৫০০-র ও বেশি টিকিট!
কলকাতা: এই ছবি নিয়ে উন্মাদনা রয়েছে, অপেক্ষা রয়েছে। রয়েছে উত্তেজনাও। ৫ ডিসেম্বর ভারতে মুক্তি পাচ্ছে অল্লু অর্জুন (Allu Arjun) ও রশ্মিকা মন্দানা (Rashmika Mandhana) অভিনীত ছবি 'পুষ্পা-দ্য রুল' বা 'পুষ্পা ২'। এই ছবির প্রথম ভাগ ভীষণভাবে সাড়া ফেলেছিল দর্শকদের মধ্যে। আর এবার, নতুন সিনেমা, নতুন অধ্যায় নিয়েও দর্শকদের মধ্যে চাঞ্চল্য রয়েছে। আর মুক্তির আগেই নতুন রেকর্ড গড়ে ফেলেছে এই ছবি।
দেশের তিনটি অন্যতম বড় ন্যাশানাল চেন, পিভিআর, আইনক্স ও সিনেপলিস-এ ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে ১,৫২,৫০০-র ও বেশি টিকিট! শেষ পাওয়া খবর অনুযায়ী, শুধুমাত্র পিভিআরেই বিক্রি হয়েছে ১,২১,৫০০ টি টিকিট। অন্যান্য চেনগুলিতে বিক্রি হয়েছে ৩১ হাজারেরও বেশি টিকিট। এই ছবিটি ইতিমধ্যেই কল্কি, ফাইটার, আরআরআর, দৃশ্যম ২-এর মতো ছবির রেকর্ডগুলিকে ছাপিয়ে গিয়েছে। ইতিমধ্যেই সবচেয়ে বেশি অ্যাডভান্স বুকিং-এর তালিকায় সবার উপরে রয়েছে 'বাহুবলী ২'। ৬.৫০ লাখ টিকিট অ্যাডভান্স বুকিং হয়েছিল এই ছবির। এরপরেই তালিকায় রয়েছে শাহরুখ খানের জওয়ান। এই ছবিটির জন্য অ্যাডভান্স টিকিট বুকিং হয়েছিল ৫.৫৭ লাখ। এরপরেই তালিকায় রয়েছে পাঠান। এই ছবির অ্যাডভান্স বুকিংয়ের সংখ্যা ছিল ৫.৫৬ লাখ। এরপরে তালিকায় রয়েছে কেজিএফ চ্যাপ্টার ২। যেটির অ্যাডভান্স টিকিট বুকিংয়ের সংখ্যা ছিল ৫.১৫ লাখ। এই তালিকায় নাম লেখাতে গেলে 'পুষ্পা'-কে অন্তত ৫ লাখ টিকিট বিক্রি করতে হবে। হাতে এখনও দুটো দিন রয়েছে। 'পুষ্পা' নতুন রেকর্ড করবে কি না সেই উত্তর দেবে সময়। প্রসঙ্গত, এই টিকিট বুকিং কেবল 'পুষ্পা'-র হিন্দি ভার্সানের হিসেব।
তবে সদ্য সেন্সর বোর্ড এই ছবির ওপর বেশ কিছু শর্ত চাপিয়েছে। ছবিতে একাধিক বদল করতে হয়েছে। তিনটি জায়গায় ভাষা বদল করতে বলা হয়েছে কারণ সেন্সর বোর্ডের তরফ থেকে বলা হয়েছে সেখানে এমন কিছু ভাষা ব্যবহার করা হয়েছে, নাকি ছাপার অযোগ্য। এছাড়া দক্ষিণ ভারতের পূজিত দেবতা ভেঙ্কটেশ্বরের নাম বদলে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। তার বদলে ব্যবহার করতে বলা হয়েছে ঈশ্বর শব্দটি। এছাড়াও ছবিতে এমন একটি দৃশ্য রয়েছে যেখানে দেখা যেত অল্লু অর্জুন লড়াইয়ের সময়ে শত্রুপক্ষের পা ছিঁড়ে নিচ্ছে। এই দৃশ্যটির ওপর কাঁচি চলেছে। বাদ দিতে বলা হয়েছে এই দৃশ্যটিকেও। এছাড়াও একাধিক ছোট ছোট বদল আনতে হয়েছে ছবিতে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।