Rahul Banerjee Birthday: রুকমার সঙ্গে খুনসুটি, কেক, বন্ধু, ভালোবাসায় রাহুলের জন্মদিনের পার্টি
Rooqma Ray: রাহুল আর রুকমার সম্পর্ক নিয়ে কানাঘুষো শোনা গেলেও, নায়ক নায়িকা খোলা গলায় ঘোষণা করেন, তাঁরা শুধুই ভালো বন্ধু।
কলকাতা: ৩৯ বসন্ত পার করে ফেললেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Banerjee)। শ্যুটিংয়ের ব্যস্ততার ফাঁকেই প্রিয় বন্ধুর জন্মদিন উপলক্ষ্যে আয়োজন করা হয়েছিল উদযাপনের। কেক, বেলুনে সেজে উঠেছিল রেস্তোরাঁর একাংশ।
সোশ্যাল মিডিয়ায় জন্মদিন উদযাপনের ছবি ভাগ করে নিয়েছেন রাহুল। সেখানে প্রথম ছবি আর কারও নয়, রুকমা রায় (Rooqma Ray)-এর। হাসিতে উপচে পড়ছেন রুকমা আর তাঁকে জড়িয়ে ধরে গালে চুম্বন করছেন রাহুল। তবে শুধু এই একটা ছবি নয়, বন্ধুদের সঙ্গে একাধিক ছবি ভাগ করে নিয়েছেন রাহুল। ক্যাপশানে রাহুল লিখেছেন, 'মধ্যরাত্রের পাগলামি।'
আরও পড়ুন: Death: ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রীর অস্বাভাবিক মৃত্যু, ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার
রাহুল আর রুকমার সম্পর্ক নিয়ে কানাঘুষো শোনা গেলেও, নায়ক নায়িকা খোলা গলায় ঘোষণা করেন, তাঁরা শুধুই ভালো বন্ধু। এমনকি তাদের নিয়ে ওঠা সমস্ত গুজব নিয়েও খুনসুটি করেন তাঁরা। এইবছর রাহুলের জন্মদিন আয়োজনে অগ্রণী ছিলেন রুকমাই।
View this post on Instagram