Raj-Subhasree on Holi: শ্যুটিং থেকে ছুটি, হালিশহরের বাড়িতে ইউভানকে নিয়ে আবিরে রাঙা রাজ-শুভশ্রী
Raj-Subhasree Celebrats Holi: হালিশহরের এই বাড়ি রাজের খুব প্রিয় জায়গা। ইউভানের অন্নপ্রাশনের আয়োজনও হয়েছিল এখানেই। সদ্য, দ্বিতীয়বার মা হয়েছেন শুভশ্রী। রাজ-শুভশ্রীর কোল আলো করে এসেছে ছোট্ট ইয়ালিনি।
কলকাতা: কলকাতা নয়, শ্যুটিং থেকে ছুটি নিয়ে, শহর থেকে দূরে দোল কাটাচ্ছেন রাজ চক্রবর্তী (Raj Chakraborty) ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly)। সঙ্গী বন্ধুরা আর তাঁদের একরত্তি পুত্র ইউভান। সোশ্যাল মিডিয়ায় মজার সেই ভিডিও শেয়ার করে নিয়েছেন শুভশ্রী। সেখানেই দেখা যাচ্ছে, পলাশের মালা পরে রঙের আনন্দে মজেছেন নায়িকা।
নতুন ছবির প্রথম শিডিউলের কাজ শেষ করেছেন রাজ, এরপরে কিছুটা বিরতি রয়েছে রাজ ও শুভশ্রী দুজনেরই। এসভিএফ (SVF) প্রযোজনা সংস্থার সঙ্গে বহু বছর পরে কাজ করছেন রাজ। এখনও ঠিক হয়নি ছবির নাম। সেই ছবির মুখ্যভূমিকায় দেখা যাবে মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) ও ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty)-কে। এছাড়াও এই ছবিতে রয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তবে আপাতত বন্ধ ছবির শ্যুটিংয়ের কাজ। আর তাই, দোল কাটাতে রাজ পরিবারকে নিয়ে পাড়ি দিয়েছেন তাঁদের গ্রামের বাড়ি, হালিশহরে।
হালিশহরের এই বাড়ি রাজের খুব প্রিয় জায়গা। ইউভানের অন্নপ্রাশনের আয়োজনও হয়েছিল এখানেই। সদ্য, দ্বিতীয়বার মা হয়েছেন শুভশ্রী। রাজ-শুভশ্রীর কোল আলো করে এসেছে ছোট্ট ইয়ালিনি। তবে এই বছর দোলের ভিডিওতে দেখা মিলল না ছোট্ট ইয়ালিনির। এখনও পর্যন্ত একরত্তিকে আড়ালেই রেখেছেন রাজ ও শুভশ্রী। ইউভান জন্মানোর পরে সোশ্যাল মিডিয়ায় তাঁরা শেয়ার করে নিতেন বিভিন্ন মুহূর্তের ছবি। তবে ইয়ালিনির বেলায় এক্কেবারে উল্টো। একরত্তিকে নিয়ে ক্যামেরার সামনে আসেন না রাজ-শুভশ্রী।
আজ সোশ্যাল মিডিয়ায় শুভশ্রী যে ভিডিও শেয়ার করে নিয়েছেন সেখানে দেখা গিয়েছে, দু-হাতে আবির নিয়ে সবাইকে রং লাগাচ্ছে ইউভান। ছোট্ট ছোট্ট হাতে আবির লাগিয়ে দিচ্ছে কখনও মা কখনও বাবার মুখে। ছেলেকে আদরে ভরিয়ে তুলছেন শুভশ্রীও। কখনও আবার রাজের গালে এঁকে দিচ্ছেন ভালবাসার চুম্বন। সাদা পোশাকে, পলাশের মালায় সকলেই সামিল বসন্তের এই উৎসবে।
View this post on Instagram
আরও পড়ুন: Kanchan-Sreemoyee: বাড়ির পুজো, আবির খেলা... বিয়ের পরে প্রথম দোলে রঙিন কাঞ্চন-শ্রীময়ী
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।