Kanchan-Sreemoyee: বাড়ির পুজো, আবির খেলা... বিয়ের পরে প্রথম দোলে রঙিন কাঞ্চন-শ্রীময়ী
Kanchan Mallick and Sreemoyee Chottoraj: দোলের দিন অবশ্য কিছুটা বাঁধনছাড়া শ্রীময়ী-কাঞ্চন। সোশ্যাল মিডিয়ায় দোলের দিন সন্ধেয় হোলি খেলার ছবি শেয়ার করে নিয়েছেন তাঁরা
কলকাতা: একসময় নিজেদের সম্পর্ক নিয়ে রাখঢাক করলেও, বিয়ের পরে যেন প্রত্যেকটা মুহূর্তই সোশ্যাল মিডিয়ায়, সবার সঙ্গে শেয়ার করে নিতে চান শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chottoraj) ও কাঞ্চন মল্লিক (Kanchan Mallick)। সদ্য বিয়ে করেছেন চর্চিত এই জুটি, আর আজ তাঁদের প্রথম একসঙ্গে কাটানোর দোল। বাড়ির পুজো থেকে শুরু করে একসঙ্গে আবির খেলা, সোশ্যাল মিডিয়ায় সমস্ত খুঁটিনাটিই শেয়ার করে নিলেন সোশ্যাল মিডিয়ায়।
সোশ্যাল মিডিয়ায় গতকালই একগুচ্ছ ঘরোয়া রঙ খেলার ছবি ও পুজোর ছবি শেয়ার করেছিলেন শ্রীময়ী। বিয়ের পরে প্রথম দোলে তিনি পরেছিলেন লাল পাড় সাদা শাড়ি। পরিবারের সঙ্গে, কাঞ্চনের বাড়িতেই দোল উদযাপন করেন শ্রীময়ী। কাঞ্চন ও পরেছিলেন সাদা পাঞ্জাবি। প্রথমে পুজো ও তারপরে আবিরের রঙে একে অপরকে রাঙিয়ে দেন শ্রীময়ী ও কাঞ্চন। হাজির ছিলেন তাঁদের বাড়ির অন্যান্য সদস্যরাও।
দোলের দিন অবশ্য কিছুটা বাঁধনছাড়া শ্রীময়ী-কাঞ্চন। সোশ্যাল মিডিয়ায় দোলের দিন সন্ধেয় হোলি খেলার ছবি শেয়ার করে নিয়েছেন তাঁরা। দুজনেরই ঘরোয়া পোশাক, আবিরের রঙে রাঙিয়ে নিয়েছেন নিজেদের। এই ছবি শেয়ার করে অনুরাগীদের শুভেচ্ছা জানিয়েছেন কাঞ্চন ও শ্রীময়ী দুজনেই। চলতি বছরেই বিয়ে করেছেন তাঁরা। আইনিভাবে বাঁধা পড়ার পরে, এই প্রথম হোলি কাঞ্চন শ্রীময়ীর।
মার্চ মাসের শুরুতেই, রীতি মেনে সাত পাকে বাঁধা পড়েছেন কাঞ্চন ও শ্রীময়ী। এটি কাঞ্চন মল্লিকের তৃতীয় বিয়ে। দ্বিতীয় স্ত্রী পিঙ্কির সঙ্গে কাঞ্চনের বিচ্ছেদ হয়েছে গিয়েছে আইনত। আর তারপরেই, একেবারে সমস্ত আচার মেনে শ্রীময়ীর সঙ্গে নতুন সংসার শুরু করেছেন কাঞ্চন। তবে তাঁদের বিয়ের খবর ছড়িয়ে পড়তে কটাক্ষও কম হয়নি। ১৪ ফেব্রুয়ারি, ভালবাসার দিনে আইনি বিয়ে সেরেছিলেন তাঁরা। এরপরে মার্চের শুরুতে সামাজিক বিয়ে। সোশ্যাল মিডিয়ার কটাক্ষ-ট্রোলিং কোনোকিছুকেই পাত্তা দেননি কাঞ্চন-শ্রীময়ী। আর তাই, আজ রঙের উৎসবের ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন তাঁরা।
View this post on Instagram
আরও পড়ুন: Parambrata-Piya: 'আহা আজি এ বসন্তে..', প্রথম দোলে কী করছেন পরমব্রত আর পিয়া?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।