Rajatava Dutta: একেবারে অন্য ভূমিকায় রজতাভ দত্ত, প্রেম আর গান মিলিয়ে শোনাবেন 'সেলাই'-এর গল্প
Rajatava Dutta new film: ‘সেলাই’ ছবিতে অভিনয় করছেন এক ঝাঁক অভিজ্ঞ এবং নবাগত শিল্পী

কলকাতা: প্রেমের গল্পে অভিনেতা রজতাভ দত্ত (Rajatava Dutta)। ১ অগাস্ট মুক্তি পাচ্ছে নতুন মিউজিক্যাল ফিল্ম 'সেলাই'। এই সিনেমার পরিচালনা করেছেন স্বরূপ পাল। আবেগ, অন্তর্দ্বন্দ্ব এবং সম্পর্কের সূক্ষ্ম টানাপোড়েনকে কেন্দ্র করেই তৈরি হয়েছে এই সিনেমা। 'সেলাই' করে আমরা যেমন একটার সঙ্গে আরেক টুকরো কাপড়ে জুড়ে দিই, তেমনই যেন সম্পর্ককে জোড়ার গল্প নিয়েই আসছে 'সেলাই' সিনেমাটি। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন সমুদ্র সিংহ। ‘সেলাই’ ছবিতে অভিনয় করছেন এক ঝাঁক অভিজ্ঞ এবং নবাগত শিল্পী। এঁদের মধ্যে রয়েছেন, দেবাশীষ সেন শর্মা, অ্যাঞ্জেলা গোস্বামী, চিত্রাঙ্গদা সমাজদ্বার, সাগ্নিক কোলে, প্রীতি, ময়ুখ ভট্টাচার্য, কাব্য কাশ্যপ, সুমনা দাস, সুমন গাইন ও শুভদীপ ঘোষ।
নিরঞ্জন বসু একজন সঙ্গীত শিক্ষক। তবে তাঁর কাছে সঙ্গীত শুধুই স্বরলিপি নয়, বরং এক গভীর অনুভূতির বহিঃপ্রকাশ। প্রেম, বিচ্ছেদ, অপেক্ষা কিংবা চিরন্তন না পাওয়ার যন্ত্রণা, এই সব কিছুরই ছায়া তিনি খুঁজে পান সুরের ভিতরে। রোমান্টিক নিরঞ্জনের জীবনে প্রেম এসেছিল একবার, খুব গভীরভাবে। কিন্তু সেই সম্পর্কের জট কখনই পুরোপুরি খোলা হয়ে ওঠেনি। প্রিয় মানুষটির হারিয়ে যাওয়া যেন তাঁর জীবনের সবচেয়ে বেদনাদায়ক অধ্যায়—একটা ক্ষত, যা আজও রয়ে গেছে ঠিক আগের মতোই টাটকা। এই না-পাওয়ার যন্ত্রণা তাঁকে ভেঙে দেয়নি, বরং গড়ে তুলেছে এক অন্তর্মুখী কিন্তু গভীর অনুভূতিসম্পন্ন মানুষ হিসেবে। তিনি বিশ্বাস করেন, প্রেম ছাড়া সঙ্গীত অসম্পূর্ণ, আর সঙ্গীত ছাড়া প্রেম নীরব। নিরঞ্জন ছাত্রছাত্রীদের শুধু গান শেখান না, শেখান ভালোবাসতে, অনুভব করতে। তাঁর মতে, প্রেমে না পড়লে, মন না ভাঙলে, বা কাউকে নিঃশব্দে ভালো না বাসলে, সুরের সত্যিকারের ব্যথা কখনই বোঝা যায় না। এই নিরঞ্জনের ভূমিকায় অভিনয় করেছেন রজতাভ দত্ত।
এর আগে 'বলরাম কাণ্ড' সিনেমায় অভিনয় করতে দেখা গিয়েছিল রজতাভকে। এই ছবিতে গার্গীর চরিত্রের নাম তরঙ্গিনী মুখোপাধ্যায়। তাঁর স্বামীর নাম কিশোর সান্যাল। এই চরিত্রে দেখা যাবে রজতাভ দত্তকে। তরঙ্গিনী ও কিশোর ১২ বছর ধরে আলাদা থাকছেন। তাদের মেয়ের ভূমিকায় দেখা যাবে ঐশ্বর্য্যকে। তাঁর চরিত্রের নাম অবন্তিকা। একটা সময়ে কিশোর আর তরঙ্গিনী জানতে পারে, তাঁদের একমাত্র মেয়ে বিপদে। একমাত্র তাঁরা দুজনে একসঙ্গে মিলেই পারে মেয়েকে উদ্ধার করতে। তরঙ্গিনী আর কিশোর কি একসঙ্গে আসবে মেয়ের জন্য? সেই গল্পই শুনিয়েছে 'বলরাম কাণ্ড'






















