Rajeev Charu: 'মেয়ের সঙ্গে দেখা করতে দিচ্ছে না চারু', অভিযোগ রাজীবের, পাল্টা বিস্ফোরক সুস্মিতা ভ্রাতৃবধূ
Rajeev Charu Controversy: চারুর মতামত সম্পূর্ণ অন্য। নিজের ভ্লগে চারু জানান, জিয়ানার সঙ্গে দেখা করতে আসার প্রয়োজনবোধ টুকুও করেন না রাজীব। এমনকি, তাঁদের বিচ্ছেদের দিনও ক্রমাগত পিছোচ্ছেন রাজীবই
মুম্বই: সুস্মিতা সেনের ভাই রাজীব সেন (Rajeev Sen) আর স্ত্রী অশোপা চারু (Ashopa Charu)-র সম্পর্কের সমস্যার কথা নতুন নয়। তাঁদের বিয়েকে বার বার পরিণতি দিতে চেয়েও অবশেষে বিচ্ছেদের পথই বেছে নিয়েছেন এই তারকা জুটি। তবে তাঁদের পরিবার কেবল দুজেনর নয়, রাজীব চারুর মধ্যে রয়েছে একমাত্র খুদে কন্যা, জিয়ানা। আপাতত সমস্যা তাকে নিয়েই!
সোশ্যাল মিডিয়ায় ভ্লগ করেন রাজীব ও চারু দুজনেই। সেখানেই রাজীব অভিযোগ করেন, চারু নাকি খুদে জিয়ানার সঙ্গে দেখা করতে দিতে চান না রাজীবের। শত চেষ্টার পরেও একরত্তি জিয়ানার মুখটাও দেখতে পান না রাজীব। আইনত এখনও তাঁদের বিচ্ছেদ হয়নি, কিন্তু ইতিমধ্যেই চারু জিয়ানাকে নিয়ে আলাদা বসবাস শুরু করেছেন। আর তাই, রাজীবের সঙ্গে খুদে জিয়ানার দেখা এক্কেবারেই বন্ধ। সোশ্যাল মিডিয়ায় রাজীব জিয়ানার সঙ্গে কাটানো পুরনো মধুর মুহূর্তের ছবিও শেয়ার করে নেন হামেশাই।
আরও পড়ুন: Hansika Motwani: বিয়ের আগের রাতে হবু স্বামীর সঙ্গে নাচে মগ্ন হংসিকা! ভিডিও ভাইরাল
অন্যদিকে, চারুর মতামত সম্পূর্ণ অন্য। নিজের ভ্লগে চারু জানান, জিয়ানার সঙ্গে দেখা করতে আসার প্রয়োজনবোধ টুকুও করেন না রাজীব। এমনকি, তাঁদের বিচ্ছেদের দিনও ক্রমাগত পিছোচ্ছেন রাজীবই। যেদিন আদালতে এসে আইনত বিচ্ছেদ হওয়ার কথা ছিল, সেই দিনগুলোতে বারে বারে গড়হাজির থাকছেন রাজীব। চারুর মত, 'বাড়ির সবাই জানে কেবল আমার এবং রাজীবের সম্পর্ক ভাঙছে। রাজীব জিয়ানার বাবা এবং জিয়ানারাকে কখনোই আমি ওর বাবার থেকে আলাদা করতে চাই না। আইনত হয়তো রাজীব সপ্তাহে মাত্র ১ বার বা মাসে ৩-৪ বার জিয়ানার সঙ্গে দেখা করতে পারে। কিন্তু আমি ওকে মৌখিকভাবে এবং মেসেজেও বলেছি ও যখন ইচ্ছা আমায় একবার জানিয়ে জিয়ানার সঙ্গে দেখা করতে বাড়িতে চলে আসতে পারে। কিন্তু রাজীবের সেই ইচ্ছাটুকুও নেই।'
জিয়ানার এসব বোঝবার বয়স হয়নি। কিন্তু এই দুই তারকার কলহ যে বারে বারে খবরের শিরোনামে আসছে, এ নিয়ে ভিন্ন মতো তো রয়েছেই।