Rajeev Charu: দুর্গাপুজোয় জিয়ানাকে নিয়ে কলকাতায় রাজীব-চারু, সাজলেন লাল-সাদা শাড়িতে, ঘুরে দেখলেন মণ্ডপ
Rajeev Sen and Ashopa Charu: কলকাতায় দুর্গাপুজো। চারু এবার জিয়ানাকে নিয়ে কলকাতায়। রাজীবের পরিবার, বাবা মা বাঙালি

কলকাতা: তাঁদের সম্পর্ক ছিল একেবারে তলানিতে। একরত্তি মেয়ের জন্য বারে বারেই একসঙ্গে থাকার চেষ্টা করেছেন তাঁরা। পরে ফের জানিয়েছেন, তাঁরা আর একসঙ্গে থাকতে পারছেন না। এই তারকা দম্পতি হলেন সুস্মিতা সেন (Sushmita Sen)-এর ভাই রাজীব আর ভ্রাতৃবধূ অশোপা চারু (Ashopa Charu)। তাঁদের একমাত্র কন্যা জিয়ানার জন্মের পর থেকেই রাজীব আর চারুর মধ্যে শুরু হয়েছিল সমস্যা। একটা সময় কার্যত 'কাপল গোল' দিলেও, রাজীব আর চারু সম্পর্কে বিচ্ছেদের কথা ঘোষণা করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। তবে দুর্গাপুজোয় দেখা গেল একেবারে অন্য ছবি।
সোশ্যাল মিডিয়ায় রাজীব আর চারু একটা সময়ে একে অপরের বিরুদ্ধে চোপ দেগেছেন যথেষ্ট। রাজীবের সঙ্গে খাতায় কলমে বিচ্ছেদ করে চারু চলে গিয়েছিলেন তাঁর বাপের বাড়ি, জয়পুরে। সঙ্গে নিয়ে গিয়েছেন একরত্তি জিয়ানাকেও। আর সেখানেই অভিযোগ ছিল রাজীবের। তাঁর অভিযোগ, চারু নাকি মেয়ের সঙ্গে ইচ্ছেমতো দেখা করতে দিচ্ছেন না রাজীবকে। পাল্টা চারু অভিযোগ করেছিলেন, তিনি মুম্বইতে থাকার খরচ কুলিয়ে উঠতে পারছেন না। যেহেতু রাজীব চারুর জন্য আলাদা কোনও বাড়ির ব্যবস্থা করেননি, সেই কারণে চারুকে বাড়ি ভাড়া দিয়ে থাকতে হচ্ছিল। জিয়ানাকে দেখাশোনারও অসুবিধা হচ্ছি। সেই কারণেই জিয়ানাকে নিয়ে চারু চলে যান জয়পুরে।
এই ঘটনা নিয়ে দোষারোপ, পাল্টা দোষারোপ চললেও, এর কিছুদিন পরেই দেখা গিয়েছিল অন্য ছবি। মা-কে নিয়ে রাজীব হাজির হয়ে গিয়েছিলেন জিয়ানা আর চারুর সঙ্গে দেখা করতে। সেখানে গিয়ে চারুর বাড়ির পুজোয় অংশগ্রহণ করেছেন রাজীব আর চারু। জিয়ানা আর চারুর সঙ্গে, বেশ অনেকটা সময় কাটিয়ে ফিরেছিলেন রাজীব আর তাঁর মা। এর কয়েকটা দিন পরেই, রাজীব জিয়ানা আর চারুকে নিয়ে একটি লম্বা বিদেশ সফরে যান। সোশ্যাল মিডিয়ায় তিনি শেয়ার করে নিয়েছিলেন সেই সমস্ত ছবি।
এরপরে, কলকাতায় দুর্গাপুজো। চারু এবার জিয়ানাকে নিয়ে কলকাতায়। রাজীবের পরিবার, বাবা মা বাঙালি। থাকেন কলকাতাতেই। এবার একেবারে লাল পাড় সাদা শাড়িতে চারু বাঙালি বধূ। ঘুরে দেখলেন কলকাতার পুজো মণ্ডপ। লাল পাড় সাদা শাড়িতে সাজলেন চারু। সাদা সিধে করে শাড়ি পরে তৈরি ছোট্ট জিয়ানাও। আর এই ছবি দেখে অনুরাগীরা মনে করছেন, তাহলে রাজীব আর চারুকে মেলালেন মা দুর্গাই। অনুরাগীরা চাইছেন, তাঁরা যেন এভাবেই থাকেন।
View this post on Instagram






















