Rajeev Sen: দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন সুস্মিতা সেনের ভাই? মুখ খুললেন রাজীব
Rajeev Sen News: প্রথম বিয়ে নিয়ে এখনও সমস্যায় রাজীব। কিন্তু ইতিমধ্যেই ইন্ডাস্ট্রিতে কান পাতলেই খবর, তিনি নাকি দ্বিতীয় বিয়ে করতে চলেছেন?

কলকাতা: ছোট পর্দার অভিনেতা ও সুস্মিতা সেন (Sushmita Sen)-এর ভাই রাজীব সেন (Rajeev Sen) ফের একবার শিরোনামে। রাজীব সেন ও তাঁর প্রাক্তন স্ত্রী অসোপা চারুর মধ্যে বিচ্ছেদ হয়ে গিয়েছে অনেকগুলো মাস আগেই। মেয়ে জিয়ানাকে নিয়ে বিকানেরে চলে গিয়েছেন চারু। অন্যদিকে মুম্বইতেই নিজের পরিবারের সঙ্গে রয়েছেন রাজীব। চারু জানিয়েছিলেন, মুম্বইতে তাঁর কোনও নিজস্ব বাড়ি নেই। বাড়ি ভাড়া দিয়ে তাঁর পক্ষে থাকা সম্ভব না। সেই কারণেই তিনি জিয়ানাকে নিয়ে বাপের বাড়ি চলে এসেছেন।
এই তথ্য প্রকাশ্য়ে আসতেই, সোশ্যাল মিডিয়ায় চূড়ান্ত কটাক্ষের মুখে পড়েছিলেন রাজীব। কেন তিনি স্ত্রী ও মেয়ের জন্য় মুম্বইতে বাড়ি কেনেননি তা নিয়ে তাঁকে কটাক্ষ শুনতে হয়েছিল। এই বিষয়ে রাজীব কড়া প্রতিক্রিয়া দিয়ে বলেন যে এটা তাঁর ব্যক্তিগত বিষয়। রাজীব সেন বলেন, লোকে যেন তাঁকে এটা না বলে যে তাঁর কী করা উচিত। তিনি স্পষ্ট করে বলেন যে তিনি যা সিদ্ধান্ত নেওয়ার, একাই নেবেন।
দ্বিতীয় বিয়ের প্রস্তুতি নিচ্ছেন রাজীব?
প্রথম বিয়ে নিয়ে এখনও সমস্যায় রাজীব। কিন্তু ইতিমধ্যেই ইন্ডাস্ট্রিতে কান পাতলেই খবর, তিনি নাকি দ্বিতীয় বিয়ে করতে চলেছেন? রাজীব সম্প্রতি তাঁর একটি ব্লগে এ নিয়ে তাঁর প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন- ‘যদি চারু তৃতীয়বার বিয়ে করতে চায়, তাহলে আমার কোনো সমস্যা নেই। আপনারা সবাই কেন আমাকে বিয়ে করতে বলছেন? দুর্ভাগ্যবশত, বিয়ে একটা মশকরা হয়ে দাঁড়িয়েছে এবং মানুষ বিচ্ছেদ চাইছে। এমন নয় যে ভাল মানুষ নেই। যদি এমন কাউকে পাই যে আমার এবং আমার পরিবারের সম্মান করে, তাহলে আমি বিয়ে করব।’
ট্রোলদের কড়া জবাব
এই সময় রাজীব, চারু এবং জিয়ানার জন্য বাড়ি কিনে দেওয়ার পরামর্শ দেওয়া ট্রোলদেরও জবাব দিয়েছেন। তিনি বলেছেন- ‘প্রথমত, আপনারা কে আমাকে বলার? আপনারা ইউটিউবে কিছু ভিডিও দেখেছেন আর এখন আপনারা সবাই আমাকে পরামর্শ দিচ্ছেন যে আমার কী করা উচিত। আজ পর্যন্ত চারু কখনও বলেনি যে তাঁর বাড়ি কেনা উচিত। আপনারা কারা? আপনারা সবাই ঘৃণা করেন এবং আপনাদের পকেটে ১০০ টাকাও নেই আর আমাকে পরামর্শ দিচ্ছেন। জিয়ানার নিজের বাড়ি আছে, মুম্বাই, দুবাই এবং দিল্লিতে তাঁর নিজের বাড়ি থাকাটা তাঁর অধিকার। আমাকে এসব বলবেন না। চারু কেন গেল, এটা তাঁর সিদ্ধান্ত।’
View this post on Instagram






















