Rajkummar Rao-Patralekhaa Marriage: 'তোমার স্বামী পরিচয়েই আমার সুখ', পত্রলেখাকে সিঁদুর পরিয়ে বললেন রাজকুমার
১১ বছরের প্রেম পরিণতি পেল সাতপাকে। বিবাহবন্ধনে বাঁধা পড়লেন রাজকুমার রাও ও পত্রলেখা। সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি শেয়ার করলেন নববিবাহিত বলি অভিনেতা।
মুম্বই: কনের লাল ওড়নার পাড়ে লেখা, 'আমার পরাণ ভরা ভালোবাসা তোমায় সমর্পণ করিলাম।' পাশে সাদা শেরওয়ানি আর লাল পাগড়িতে বসে রাজকুমার রাও (Rajkumar Rao)। ১১ বছরের প্রেম পরিণতি পেল সাতপাকে। বিবাহবন্ধনে বাঁধা পড়লেন রাজকুমার রাও ও পত্রলেখা (Patralekha)। সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি শেয়ার করলেন নববিবাহিত বলি অভিনেতা।
সোশ্যাল মিডিয়ায় বিয়ের দুটি ছবি শেয়ার করেন রাজকুমার। ৮০০ একর প্রাকৃতিক জঙ্গলের মধ্যে নির্মিত দ্য ওবেরয়'স কোহিনূর ভিলায় চার হাত এক হল নবদম্পতির। রাজকুমার লিখলেন, '১১ বছরের ভালোবাসা, রোম্যান্স, বন্ধুত্ব, মজা পেরিয়ে আমার জীবনের সবকিছুকে আমি আজ বিয়ে করলাম। আমার প্রাণের দোসর, আমার সবচেয়ে প্রিয় বন্ধু, আমার পরিবার। আজ আমার কাছে তোমার স্বামী ডাকের থেকে বড় সুখ আর নেই। পত্রলেখা.. আমাদের চিরদিনের যাত্রা শুরু হল।'
প্রসঙ্গত, শোনা যায়, একটি বিজ্ঞাপনে প্রথমবার পত্রলেখাকে দেখেন রাজকুমার রাও। সেখানেই তাঁকে মন দিয়ে বসেন 'স্ত্রী' অভিনেতা। অন্যদিকে রাজকুমারকে পত্রলেখা প্রথমবার খেয়াল করেন 'লভ, সেক্স অউর ধোকা' ছবিতে। যদিও প্রথম দেখায় একেবারেই পত্রলেখার মনে জায়গা করে নিতে পারেননি রাজকুমার। পরবর্তীকালে একসঙ্গে ছবিও করেন তাঁরা। বেশ কিছুদিন বন্ধুত্বের সম্পর্কে থাকার পর তাঁরা নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে জানান। আর দীর্ঘদিন সম্পর্কে থাকার পর তাঁর প্রেম বিবাহবন্ধনে পূর্ণতা পেতে চলেছে। 'সিটিলাইটস' নামের ছবিতে জুটি বাঁধেন পত্রলেখা এবং রাজকুমার রাও।
ছোটবেলায় কেমন দেখতে ছিল ববি দেওলকে? অদেখা ছবি দিলেন অভিনেতা
সদ্য সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়েছিল রাজকুমার ও পত্রলেখার আংটিবদলের ভিডিও। সেখানে দেখা গিয়েছিল, প্রেমিকা পত্রলেখার সামনে হাঁটু মুড়ে বসে প্রস্তাব দিচ্ছেন রাজকুমার। আর সেই প্রস্তাবে রাজি হতেই পত্রলেখার হাতে আংটি পরিয়ে দিচ্ছেন অভিনেতা। আংটি পরাচ্ছেন পত্রলেখাও।
'তুমি পথপ্রদর্শক, ভরসার জায়গা', সৌমিত্রকে লিখছেন প্রসেনজিৎ
সমস্ত ছবি-ভিডিওয় রাজকুমার ও পত্রলেখাকে সাদা পোশাকে 'ট্যুইনিং' করতে দেখা যায়। ঠিক যেন একে অন্যের পরিপূরক। পার্টির থিমও ছিল সাদা-রুপোলি রং। বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবারের লোকজন ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধব। ক্যামেরায় পোজ দিয়ে একাধিক ছবি তুলতে দেখা যায় 'লভবার্ডস'কে।