JU News : কেমন আছেন ভিসি ? কী বলছে যাদবপুরের অন্তর্বর্তী উপাচার্য ভাস্কর গুপ্তর MRI রিপোর্ট ?
ABP Ananda LIVE : হাসপাতালে ভর্তি যাদবপুরের অন্তর্বর্তী উপাচার্য ভাস্কর গুপ্ত। ভাস্কর গুপ্তর শারীরিক অবস্থা স্থিতিশীল, খবর হাসপাতাল সূত্রে। গতকাল উচ্চ রক্তচাপজনিত সমস্যা নিয়ে ভর্তি করার পর করা হয়েছে MRI। অন্তর্বর্তী উপাচার্য ভাস্কর গুপ্তর MRI রিপোর্ট স্বাভাবিক। চিকিৎসক অরিন্দম বিশ্বাস ও নিউরোলজিস্ট অনিমেষ করের তত্ত্বাবধানে অন্তর্বর্তী উপাচার্য। কয়েকদিন তাঁকে পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা।
Jadavpur University Chaos: যাদবপুরকাণ্ডে গাড়ির চালক-সহ ব্রাত্য বসুর বিরুদ্ধে FIR ! 'শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত ছাত্র..'
'শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত ছাত্র',যাদবপুরকাণ্ডে ইতিমধ্যেই ৩ দিন পার। হাইকোর্টের তীব্র ভর্ৎসনা। বামেদের তত্ত্ব উড়িয়ে দিয়েছে শাসক নেতা দেবাংশুরা। বিতর্কের শেষ নেই। প্রকৃত কী ঘটেছিল, তা বোঝাতে, গতকয়েকদিনে সাংবাদিক সম্মেলন করে, তোলা হয়েছে ফ্রেমের পর ফ্রেম। অবশেষে ৪ দিনের মাথায়, গাড়ির চালক-সহ ব্রাত্য বসু, ওমপ্রকাশ মিশ্রের বিরুদ্ধে ইন্দ্রানুজের অভিযোগের ভিত্তিতে, যাদবপুর থানায় FIR দায়ের করা হয়েছে।

















