Rajkummar Rao Wedding: বিয়ে করছেন রাজকুমার রাও? পাত্রী কে?
এই মুহূর্তে একাধিক ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন অভিনেতা রাজকুমার রাও। সদ্যই মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি 'হম দো হমারে দো'। এছাড়াও তাঁর হাতে 'বধাই দো', 'মনিকা - ও মাই ডার্লিং',-র মতো ছবি রয়েছে।
মুম্বই: বি টাউনে কান পাতলেই একাধিক তারকাদের বিয়ের খবর। রণবীর কপূর-আলিয়া ভট্ট থেকে ক্যাটরিনা কাইফ-ভিকি কৌশলের বিয়ের গুঞ্জন বলি পাড়ায়। এবার সেই তালিকায় যোগ হল বলিউড অভিনেতা রাজকুমার রাওয়ের (Rajkumar Rao) বিয়ের খবর। শোনা যাচ্ছে খুব শীঘ্রই নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন 'স্ত্রী' অভিনেতা রাজকুমার রাও।
দীর্ঘদিন ধরেই বলিউড অভিনেত্রী পত্রলেখার (Patralekha) সঙ্গে সম্পর্কে রয়েছেন অভিনেতা রাজকুমার রাও। শোনা যাচ্ছে খুব শীঘ্রই নাকি তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন। যদিও রাজকুমার রাও কিংবা পত্রলেখার পক্ষ থেকে এখনও পর্যন্ত অফিশিয়ালি কিছু ঘোষণা করা হয়নি। বিভিন্ন সূত্রে খবর, আগামী মাসে অর্থাৎ নভেম্বরেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন 'সিটিলাইটস' জুটি। শোনা যাচ্ছে, আগামী ১০, ১১ এবং ১২ নভেম্বর তাঁদের বিয়ের দিন ঠিক হয়েছে। তবে, একেবারেই ঘনিষ্ঠ অতিথিদের উপস্থিতিতে বিয়ে করতে চলেছেন তাঁরা। বহু সূত্রে এমনটাও দাবি করা হচ্ছে যে, ইন্ডাস্ট্রির অন্দরের বহু বন্ধু এবং সহ-অভিনেতাদের ইতিমধ্যেই বিয়ের খবর জানিয়েছেন রাজকুমার রাও এবং পত্রলেখা। খুব শীঘ্রই নাকি তাঁরা বিয়ের ঘোষণাও করবেন।
আরও পড়ুন - Akshay on Sooryavanshi: নতুন ছবি পোস্ট করে 'হেরা ফেরি'-র আমেজ ফিরিয়ে দিলেন অক্ষয় কুমার
এই মুহূর্তে একাধিক ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন অভিনেতা রাজকুমার রাও। সদ্যই মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি 'হম দো হমারে দো'। এছাড়াও তাঁর হাতে 'বধাই দো', 'মনিকা - ও মাই ডার্লিং',-র মতো ছবি রয়েছে।
প্রসঙ্গত, ২০১৪ সালে পরিচালক হনশল মেহতার 'সিটিলাইটস' ছবিতে জুটি বাঁধেন রাজকুমার রাও এবং পত্রলেখা পাল। এই ছবি দিয়েই বলিউডে ডেবিউ করেন রাজকুমারের দীর্ঘদিনের বান্ধবী। এছাড়াও পত্রলেখা আরও বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেন। কিন্তু 'সিটিলাইটস'-র মতো কোনও ছবিতেই তিনি ততটা জনপ্রিয়তা পাননি। রাজকুমার রাওয়ের সঙ্গে জুটি বেঁধে এই ছবিতে অভিনয়ের জন্য পুরস্কারও পান।