Raju Srivastav Passes Away: 'অবলীলায় সমস্ত চরিত্রকে নকল করতেন রাজু', কমেডিয়ানের প্রয়াণে মনখারাপের ঢেউ সোশ্যাল মিডিয়ায়
Raju Srivastav Died: সুমিত কাদেল লিখেছেন, 'শান্তিতে ঘুমান রাজু শ্রীবাস্তব। আপনি ভারতীয় কমেডির নক্ষত্র। আমার চিরকালের প্রিয়। ওম শান্তি গজরাজ ভাই।'
মুম্বই: ৫৮ বছর বয়সেই থামল সফর, প্রয়াত কমেডিয়ান রাজু শ্রীবাস্তব (Raju Srivastav)। কমেডিয়ানের মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় যেন আছড়ে পড়ল মনখারাপের ঢেউ। মনখারাপ মায়ানগরীর। সোশ্যাল মিডিয়ায় কষ্টের কথা উপচে পড়ল সবার।
গত ১০ অগাস্ট, বুধবার জিম (Gym) করতে করতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রাজু। হাসপাতালে ভর্তি করার পর তাঁকে স্থানান্তরিত করতে হয়েছিল ভেন্টিলেশন সাপোর্টে। সূত্রের খবর, শরীরচর্চা করতে করতে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তিনি। তাঁকে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন তাঁর জিমের প্রশিক্ষকই। চিকিৎসকেরা জানিয়েছিলেন, হার্ট অ্যাটাক হয়েছে তাঁর। এরপর থেকে অভিনেতাকে সুস্থ করে তোলার জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেছিলেন চিকিৎসকেরা। করা হয়েছিল অ্যাঞ্জিওপ্লাস্টিও। প্রথমে চিকিৎসায় কিছুটা সাড়া দিলেও পরে অবস্থার অবনতি হতে থাকে রাজুর। ভোগাচ্ছিল জ্বর ও সংক্রমণের সমস্যাও। আজ, সব চেষ্টাকে ব্যর্থ করে না ফেরার দেশে পাড়ি দিলেন অভিনেতা।
আজ সোশ্যাল মিডিয়ায় সুভাষ আগরওয়াল লেখেন, 'রাজু শ্রীবস্তবের অকাল প্রয়াণের খবর পেয়ে মন ভেঙে গেল যেন। উনি যে কোনও চরিত্রের মিমিক্রি করতে পারতেন অনায়াসেই।'
Heartbreaking to hear the untimely demise of famous Indian comedian, actor Raju Srivastav Ji.
— Subhas Agarwalla (@AgarwallaSc) September 21, 2022
Raju Srivastav was one man who could mimic anyone effortlessly. You will be missed 🙏🙏.
সুমিত কাদেল লিখেছেন, 'শান্তিতে ঘুমান রাজু শ্রীবাস্তব। আপনি ভারতীয় কমেডির নক্ষত্র। আমার চিরকালের প্রিয়। ওম শান্তি গজরাজ ভাই।'
RIP #RajuSrivastava .. Legend in the field of Stand Up comedy.. My favorite of all time.. Om Shanti Gajodhar Bhaiya 😔 pic.twitter.com/N5B9Lyqoc1
— Sumit Kadel (@SumitkadeI) September 21, 2022
হর্ষ সংহবি লিখেছেন, 'খুব তাড়াতাড়ি বড্ড দূরে চলে গেলে।'
Gone too soon, too far🙏
— Harsh Sanghavi (@sanghaviharsh) September 21, 2022
RIP #RajuSrivastava. pic.twitter.com/vwtGS0Qfwg
আরও পড়ুন: দিল্লিতে AIIMS-এ শেষ কমেডিয়ানের লড়াই, প্রয়াত রাজু শ্রীবাস্তব